Latest News

6/recent/ticker-posts

Ad Code

Selena Gomez ঃ নতুন জীবনের শুরু-বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সেলেনা গোমেজ

নতুন জীবনের শুরু-বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সেলেনা গোমেজ

Selena Gomez and Benny Blanco are now married.


পপ সংগীতের জনপ্রিয় তারকা সেলেনা গোমেজ (Selena Gomez) শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। দীর্ঘদিনের প্রেমিক ও সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো (Benny Blanco)-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। গত ২৭ সেপ্টেম্বর এই তারকা জুটি গোপনে বিয়ে সারেন, যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

২০২৪ সালের ডিসেম্বরে তাঁদের বাগদানের খবর সামনে আসে। যদিও তার আগে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই। তবে এবার বিয়ের মাধ্যমে নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন সেলেনা ও বেনি।

বিয়ের দিন সেলেনা পরেছিলেন সাদা রঙের ক্লাসিক গাউন, আর বেনি ছিলেন সাদা শার্ট ও কালো স্যুটে। ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে সেলেনা শুধু লিখেছেন, “২৭ সেপ্টেম্বর” — এই তারিখটিই যেন তাঁদের ভালোবাসার সিলমোহর।

বেনি ব্ল্যাঙ্কো দীর্ঘদিন ধরে সেলেনার সংগীত জীবনের অংশ ছিলেন। একসঙ্গে কাজ করতে করতে গড়ে ওঠে ব্যক্তিগত সম্পর্ক। যদিও শুরুতে তাঁরা সম্পর্কের কথা স্বীকার করেননি, এবার বিয়ের মাধ্যমে সব জল্পনার অবসান ঘটালেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code