Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাটির থালার ওপর দেবী দুর্গার মুখ এঁকে নজর কাড়লেন হলদিবাড়ির সুস্মিতা

মাটির থালার ওপর দেবী দুর্গার মুখ এঁকে নজর কাড়লেন হলদিবাড়ির সুস্মিতা

Haldibari news


দুর্গাপূজা উপলক্ষে মাটির থালার ওপর দেবী দুর্গার মুখ এঁকে সকলের নজর কেড়েছেন হলদিবাড়ি শহরের ১১ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা সুস্মিতা মোহন্ত। পেশায় কলেজ ছাত্রী সুস্মিতা পড়াশোনার ফাঁকে বিগত চার বছর ধরে পরিত্যক্ত বিভিন্ন জিনিসের ওপর কলকা ও নকশা এঁকে ঘর সাজানোর জিনিস তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন।

ছোটবেলা থেকেই শিল্পের প্রতি তাঁর আগ্রহ ছিল, তবে প্রথাগত শিক্ষা গ্রহণের সুযোগ পাননি। তা সত্ত্বেও, শুধুমাত্র নিজস্ব প্রতিভাকে কাজে লাগিয়ে তিনি একের পর এক আকর্ষণীয় শিল্পকর্ম তৈরি করে চলেছেন।

এবারের দুর্গাপূজায় তাঁর সৃষ্ট দুর্গা প্রতিমার মুখটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্পূর্ণ দেশীয় উপকরণ, যেমন মুসুর ডাল, মুগ ডাল এবং কালো জিরে ব্যবহার করে তিনি এই অসাধারণ কাজটি করেছেন। মাটির থালায় তৈরি এই ব্যতিক্রমী শিল্পকর্মটি ইতিমধ্যেই শহরবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।

EIILM কলকাতা, জলপাইগুড়ি ক্যাম্পাসের বিসিএ ডিপার্টমেন্টের ছাত্রী সুস্মিতা ভবিষ্যতে এই হস্তশিল্পকে আরও এগিয়ে নিয়ে গিয়ে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code