পুজোর আগেই বেতন রাজ্য সরকারি কর্মীদের! কবে পাবেন বেতন?
পূজোর উৎসবমুখর মুহূর্তের মধ্যে রাজ্য সরকারের বড় সুসংবাদ পেলেন সরকারি কর্মীরা। সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর প্রদান করা হবে বলে আজ অর্থদপ্তর ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত নবান্নের পক্ষ থেকে, যাতে উৎসবের সময়-সীমায় আর্থিক চাপ কিছুটা হলেও কম হয়।
বেতন-সাথে গ্রান্ট-ইন-এড, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড ও অনারারিয়ামও একই দিনে দেওয়া হবে। তবে এই মাসের পেনশন প্রদান হবে একদিন পর, অর্থাৎ ১লা অক্টোবর।
নবান্নের ঘোষণা অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর থেকে উদযাপন শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত পূজোছুটি থাকবে রাজ্যে। ছুটির শুরুতে বেতন আগেই দেওয়া সিদ্ধান্ত তাতে উৎসবের আগে সরকারি কর্মীদের মনে স্বস্তি এনে দেবে বলে মনে করছে সরকার।
এছাড়া জয় বাংলা, লক্ষ্মীর ভান্ডার-সহ কিছু আর্থিক সহায়তা প্রকল্পের অর্থ উপভোগকারীদের ব্যাংক-অ্যাকাউন্টে ডিরেক্ট বেঙ্ক ট্রান্সফার (DBT) মাধ্যমে যাবে। সেই অর্থ প্রদান করা হবে ১লা অক্টোবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊