Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুখবর! পুজোর আগেই বেতন রাজ্য সরকারি কর্মীদের! কবে পাবেন বেতন?

পুজোর আগেই বেতন রাজ্য সরকারি কর্মীদের! কবে পাবেন বেতন? 

WB



পূজোর উৎসবমুখর মুহূর্তের মধ্যে রাজ্য সরকারের বড় সুসংবাদ পেলেন সরকারি কর্মীরা। সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর প্রদান করা হবে বলে আজ অর্থদপ্তর ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত নবান্নের পক্ষ থেকে, যাতে উৎসবের সময়-সীমায় আর্থিক চাপ কিছুটা হলেও কম হয়।

বেতন-সাথে গ্রান্ট-ইন-এড, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড ও অনারারিয়ামও একই দিনে দেওয়া হবে। তবে এই মাসের পেনশন প্রদান হবে একদিন পর, অর্থাৎ ১লা অক্টোবর।

নবান্নের ঘোষণা অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর থেকে উদযাপন শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত পূজোছুটি থাকবে রাজ্যে। ছুটির শুরুতে বেতন আগেই দেওয়া সিদ্ধান্ত তাতে উৎসবের আগে সরকারি কর্মীদের মনে স্বস্তি এনে দেবে বলে মনে করছে সরকার।

এছাড়া জয় বাংলা, লক্ষ্মীর ভান্ডার-সহ কিছু আর্থিক সহায়তা প্রকল্পের অর্থ উপভোগকারীদের ব্যাংক-অ্যাকাউন্টে ডিরেক্ট বেঙ্ক ট্রান্সফার (DBT) মাধ্যমে যাবে। সেই অর্থ প্রদান করা হবে ১লা অক্টোবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code