প্রথমবার জাতীয় পুরস্কার হাতে শাহরুখ-বিক্রান্ত, অভিনেত্রী রানির মুকুটের নয়া পালক
জাতীয় পুরস্কার উৎসবে আলো ছড়িয়ে দিলেন বলিউডের সুপারস্টাররা। দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার’-এ অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী রানি মুখার্জি ও অভিনেতা ভিক্রান্ত মেসি কে জাতীয় পুরস্কার দেওয়া হল।
রাষ্ট্রপতি দ্রৌপদি মূর্মুর হাতে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শহিদুল আলম ও সাংস্কৃতিক অঙ্গন এবং চলচ্চিত্র জগৎ থেকে বিশিষ্ট ব্যক্তিরা।
পয়লা আগস্টেই চলতিবারের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। মঙ্গলবার দিল্লির বিজ্ঞানভবনে বিজয়ীদের হাতে জাতীয় সম্মানের স্মারক তুলে দিলেন রাষ্ট্রপতি। শাহরুখ খান তাঁর অভিনয় দক্ষতার জন্য পুরস্কৃত হন। রানি মুখার্জি ও ভিক্রান্ত মেসিও তাঁদের পারফর্ম্যান্সের জন্য স্বীকৃতি পান। প্রতিটি নামকেই চলচ্চিত্রপ্রেমীরা ইতিমধ্যেই অভিনন্দন জানাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
এছাড়া প্রকৃতি, শিশু, বিজ্ঞান ও সামাজিক থিমে নির্মিত অনেক ছবিও বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছে। পুরস্কার পর্বে বিশেষভাবে সমাদৃত হয় এমন সিনেমাগুলোর পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, চিত্রগ্রহণ ও গানের বিভাগসমূহ।
প্রসঙ্গত, এই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। সেরা হিন্দি ছবির পুরস্কার পেল ‘কাঠাল: আ জ্যাকফ্রুট মিসট্রি’। তিন-তিনটে জাতীয় পুরস্কার টিম ‘সাম বাহাদুর’-এর ঝুলিতে।
মঙ্গলবারই পোল্যান্ডে ‘কিং’-এর কাজ মাঝপথে থামিয়ে জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দিল্লিতে উড়ে আসেন বাদশা। এই পুরস্কার যেন শাহরুখের ক্যারিয়ারের ষোলো আনা পূর্ণ করলো। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানি মুখোপাধ্যায়ও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊