Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুর্ঘটনার কবলে বিধায়ক শওকত মোল্লার কনভয়! বাইকের সঙ্গে সংঘর্ষে আহত বাইকচালক

তৃণমূল বিধায়কের কনভয় দুর্ঘটনার কবলে, বিধায়ক নিজে নিরাপদ

Saokot Molla


সকালে ভাঙড় থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। কিন্তু বামনঘাটা এলাকায় পৌঁছার পর তাঁদের কনভয়ের পুলিশের পাইলট কারের সঙ্গে এক বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় যা নিয়ে রাস্তায় সাময়িকভাবে উল্লেখযোগ্য যানজটও তৈরি হয়।

শওকত মোল্লার পেছনের গাড়িটিতে থাকার কারণে তিনি নিরাপদে ছিলেন। তবে এই দুর্ঘটনায় গুরুতর আহত হন বাইকের চালক মহম্মদ তাজউদ্দিন যিনি কড়েয়া থানা এলাকার বাসিন্দা। তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে তাঁর অবস্থা উদ্বেগজনক।

পুলিশ সূত্র থেকে জানা গেছে, দুর্ঘটনার পুলিশের পাইলট গাড়িটি বাইকে ধাক্কা মারে। এরপর তা বিদ্যুতের একটি খুঁটিতে ধাক্কা মারে ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ভেঙে-চুড়ে গিয়েছে বাইকটি।

চালকের সতর্কতার কারণে বিধায়কের গাড়িটিকে গুরুতর আঘাত থেকে রক্ষা পায়। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে—পাইলট কারে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা জানার চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code