আগামী সপ্তাহেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক, কবে কত সময় পরীক্ষা? কীভাবে হবে?
এবার সেমিস্টার পদ্ধতিতে অনুষ্ঠিত হতে চলা পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম ধাপ— ‘Semester III’— শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর, ২০২৫, এবং চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিটি পরীক্ষার সময় হবে সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট, শুধুমাত্র ভোকেশনাল, ভিজ্যুয়াল আর্ট ও মিউজিক বিষয়ের পরীক্ষা ৪৫ মিনিটে শেষ হবে।
২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের পুরো পরীক্ষার পদ্ধতি প্রথমবারের মতো সেমিস্টার ভিত্তিতে আয়োজিত হবে। এর আগে পরীক্ষাগুলি একটি বছরব্যাপী একটি ফর্ম্যাট অনুসরণ করত, কিন্তু এবার এটি ভাঙা হয়েছে—বিদ্যালয়ে ক্লাস ১১-এ অনুষ্ঠিত হবে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার, ও ক্লাস ১২-এ থাকবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার পরীক্ষা।
আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো OMR ভিত্তিক MCQ পরীক্ষা পদ্ধতি। এছাড়া ঝুঁকি কমাতে চালু করা হয়েছে ‘S’– আকৃতির সিটিং প্যাটার্ন, যাতে ছাত্ররা প্রতিলিপি থেকে বিরত থাকে।
জানা গিয়েছে, এবার পরীক্ষা দেবে মোট ৬ লক্ষ ৬০ হাজার পড়ুয়া। তাঁদের মধ্যে ছাত্র ৪৩.৯৭ শতাংশ। ছাত্রী ৫৬.০৩ শতাংশ। তবে এবার ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। টোকাটুকি রুখতে এবারও কড়া সংসদ। পরীক্ষা কক্ষে ২০:১ অনুপাতে থাকবেন পরীক্ষক। প্রতিটি সেন্টারের মূলগেট ও ভেন্যু সুপারভাইজরের কক্ষে থাকবে সিসিটিভি। ক্যালকুলেটর, মোবাইল-সহ কোনও বিদ্যুতিন গেজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊