Mimi Chakraborty: মিমি চক্রবর্তীকে ইডির তলব! কেন?
অঙ্কুশ হাজরার পর ইডি-র তলব পেলেন মিমি চক্রবর্তী। এমনটাই খবর। বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে এই তলব বলেই সূত্রের খবর। একা মিমি নন, জানা গিয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রৌতেলাও সমন পেয়েছেন। আরও জানা গিয়েছে, সোমবার মিমির পর মঙ্গলবার হাজিরা দিতে হবে উর্বশীকে।
অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত এই অনুসন্ধান একটি বড় অভিযান। বিভিন্ন পরিচিত মুখ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা এই ধরণের অ্যাপ প্রচার করেছে তাঁদের আর্থিক সম্পর্ক ও কাজের প্রেক্ষাপটে দায়িত্ব আর স্পষ্টতা নিশ্চিত করতে চাওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে এ ধরনের অফলাইন এবং অনলাইন প্রচারমূলক কাজের তত্ত্বাবধান বাড়ানোর আহ্বানও করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ১৬ সেপ্টেম্বর আবার বলিউড অভিনেত্রী ঊর্বশী রৌতেলাকেও (Urvashi Rautela) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি এমনটাই সূত্রের খবর। খবর অনুযায়ী, সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির অফিসে মিমিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊