Latest News

6/recent/ticker-posts

Ad Code

Sourav Ganguly: সিএবি সভাপতি পদে প্রত্যাবর্তন হচ্ছে সৌরভের

সিএবি সভাপতি পদে প্রত্যাবর্তন হচ্ছে সৌরভের

Sourav Ganguly


ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) সভাপতি পদে ফিরছেন সৌরভ গাঙ্গুলি। রবিবার ছিল মনোনয়ন জমা করার শেষদিন। কিন্তু জানা যাচ্ছে শুধুমাত্র সৌরভ গাঙ্গুলি তার পুরো প্যানেল সহ মনোনয়ন জমা করেছেন। ফলে বিরোধী না থাকায় সিএবি এর সভাপতি হচ্ছেন তিনিই।

সৌরভ গাঙ্গুলীর প্যানেল চূড়ান্ত হয়েছে। তাঁর সহসভাপতি, সচিব, যুগ্ম-সচিব ও কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য নাম ঘোষণা করা হয়েছে। সচিব পদে থাকবেন বাবলু কোলে, যুগ্ম-সচিব মদন ঘোষ, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, আর সহ-সভাপতি অনু দত্ত।

সৌরভ গাঙ্গুলী বলেছেন, “নির্বাচনের জন্য আমি গত দেড় বছর ধরে বাংলার বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা সবাই এক। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সব জায়গাতেই কিছু না কিছু সমস্যা থাকে। সেগুলো মেটাতে হবে। আর ক্রিকেটের ক্ষেত্রে আমি তো আর নেমে খেলব না সেটা ক্রিকেটারদেরই করতে হবে। বাংলার ক্রিকেট নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে। মাঝে কোভিডের জন্য অনেক কিছু আটকে পড়েছিল। দেখব, আর কীভাবে উন্নতি করা যায়।”

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবির সভাপতিত্ব করেছিলেন সৌরভ গাঙ্গুলি। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব ওঠে তাঁর কাঁধে। এখন ৬ বছর পর বঙ্গ ক্রিকেটের প্রশাসনে সৌরভের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন এখন কার্যত সময়ের অপেক্ষা। আগামী ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code