৪১৩ রানের লক্ষ্যেও ভয় না পেয়ে লড়াই, বিশ্বকাপের আগে সাহসী বার্তা ভারতীয় মহিলা দলের
৪১৩ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কিন্তু ভয় না পেয়ে লড়াই করল ভারতীয় মহিলা দল। শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ৪৩ রানে হারলেও মন জয় করে নিলেন স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মারা। বিশ্বকাপের আগে এই লড়াই ভারতীয় দলের প্রস্তুতির বার্তা দিচ্ছে।
অস্ট্রেলিয়ার ইনিংস: মুনির ঝড়ো সেঞ্চুরি
প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ৪১২ রান।
- অ্যালিসা হিলি: ১৮ বলে ৩০
- জর্জিয়া ভল: ৮১ (৬৮ বলে)
- এলিসি পেরি: ৬৮
- বেথ মুনি: ১৩৮ (৭৫ বলে) — ম্যাচের ফারাক গড়ে দেওয়া ইনিংস
ভারতের হয়ে
- অরুন্ধতী রেড্ডি: ৩ উইকেট (৮.৫ ওভারে ৮৬ রান)
- রেণুকা সিং ও দীপ্তি শর্মা: ২টি করে উইকেট
- ক্রান্তি গৌড় ও স্নেহ রানা: ১টি করে উইকেট
ভারতের জবাব: স্মৃতির সাইক্লোনিক সেঞ্চুরি
জবাবে ব্যাট করতে নেমে ভারতও শুরু করে ঝড়ের গতিতে।
- প্রতীকা রাওয়াল: ১০ রানে আউট
- স্মৃতি মন্ধনা: ৫০ বলে সেঞ্চুরি, শেষ পর্যন্ত ১২৫ (৬৩ বলে)
- হরমনপ্রীত কৌর: ৫২
- দীপ্তি শর্মা: ৭২
- স্নেহ রানা: শেষ দিকে লড়াই
ভারতের ইনিংস শেষ হয় ৪৭ ওভারে ৩৬৯ রানে।
সিরিজ হারলেও ভারতীয় মহিলা দলের লড়াই ছিল প্রশংসনীয়। স্মৃতি মন্ধনার বিধ্বংসী ফর্ম, হরমনপ্রীত ও দীপ্তির দায়িত্বশীল ইনিংস এবং দলের সম্মিলিত প্রয়াস বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়াবে। বড় লক্ষ্য দেখেও ভয় না পেয়ে যেভাবে লড়াই করল ভারত, তাতে বলা যায়—বিশ্বকাপের জন্য প্রস্তুত ‘উইমেন ইন ব্লু’।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊