পরীক্ষার আগে বড় ঘোষণা করল WBSSC : শিক্ষক নিয়োগে SSC-র শূন্যপদের তালিকা প্রকাশ
শিক্ষক নিয়োগে বহু প্রতীক্ষিত স্কুল সার্ভিস কমিশনের (SSC) পরীক্ষা শুরু হওয়ার মাত্র দু’দিন আগে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শূন্যপদের তালিকা প্রকাশ করল SSC। শুক্রবার জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট শূন্যপদের সংখ্যা ৩৫,৭২৬টি। এর মধ্যে নবম-দশম শ্রেণিতে রয়েছে ২৩,২১২টি এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে ১২,৫১৪টি শূন্যপদ।
আগামী ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এই দুই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন প্রায় ৫ লক্ষ ৮৩ হাজার পরীক্ষার্থী। তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের মধ্যে ১৭ শতাংশ ওবিসি শ্রেণিভুক্ত।
এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে রয়েছে দীর্ঘ আইনি ও প্রশাসনিক টানাপোড়েন। ২০১৬ সালের SSC প্যানেলে দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করে দেয়, যার ফলে চাকরি হারান অন্তত ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। আদালতের নির্দেশ মেনে নতুন করে নিয়োগ পরীক্ষার আয়োজন করেছে কমিশন।
তবে পরীক্ষার নির্ধারিত তারিখ পিছনোর আবেদন জানিয়ে সম্প্রতি মামলা হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে সেই মামলার শুনানি হলেও, আদালত কোনও হস্তক্ষেপ করেনি।
এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে SSC ইতিমধ্যে ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে। মোট ১,৮০৬ জনের নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর-সহ প্রকাশিত হয়েছে সেই তালিকা। জানা গিয়েছে, তালিকা প্রকাশের আগে একাধিক দফায় বৈঠক করেন কমিশনের আধিকারিকরা, যার মধ্যে SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও উপস্থিত ছিলেন।
তালিকা প্রকাশের পর, যাঁরা ‘দাগি অযোগ্য’ হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের আবেদনপত্র বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
এই নিয়োগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে কমিশনের তরফে নেওয়া পদক্ষেপগুলি শিক্ষক সমাজ এবং পরীক্ষার্থীদের মধ্যে স্বচ্ছতা ও বিশ্বাস পুনঃস্থাপনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊