উত্তমকুমারের ৯৯তম জন্মদিনে ‘উত্তমকুমার স্মৃতি সম্মান ২০২৫’ প্রদান
সুরশ্রী ব্যানার্জী, কলকাতা : ৩ সেপ্টেম্বর ২০২৫, মহানায়ক উত্তমকুমারের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার ড. আশুতোষ মুখোপাধ্যায় মেমোরিয়াল হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সম্মানিত করা হলো শিক্ষাসেবায় নিবেদিতপ্রাণ এক ব্যক্তিত্বকে। প্রণতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরালভাই শ্রী বংশী বদন চট্টোপাধ্যায় মহাশয়কে প্রদান করেন ‘উত্তমকুমার স্মৃতি সম্মান – ২০২৫’।
শ্রী চট্টোপাধ্যায় একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, যিনি শিক্ষকতা জীবনের পরেও সমাজসেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রেখেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অসংখ্য ছাত্রছাত্রীর জীবন গঠনে তাঁর অবদান আজ এক অনুকরণীয় দৃষ্টান্ত। শিক্ষার আলো পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন, বিশেষত সেইসব অঞ্চলে যেখানে শিক্ষার সুযোগ এখনও সীমিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। উত্তমকুমারের স্মৃতিকে কেন্দ্র করে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠান শুধু একজন মহান অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং সমাজের নিঃস্বার্থ সেবকদের স্বীকৃতি প্রদানের এক গুরুত্বপূর্ণ প্রয়াসও।
শ্রী চট্টোপাধ্যায়ের প্রতি এই সম্মান প্রদর্শন তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, মানবিকতা ও শিক্ষার প্রতি অঙ্গীকারকে নতুন করে তুলে ধরল। তাঁর মতো মানুষদের স্বীকৃতি সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊