দিনহাটা মদনমোহন বাড়িতে এবার ‘গঙ্গা দর্শন’: থিমে বারানসি থেকে কলকাতার গঙ্গা ঘাট
দিনহাটা: পুজো মানে শুধু আনন্দ নয়, পুজো মানে নতুন কিছু ভাবনা। আর সেই ভাবনাকে এবার থিমে ফুটিয়ে তুলছে দিনহাটা মদনমোহন বাড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবারের তাদের থিম ‘গঙ্গা দূষণ’, যা দর্শকদের জন্য নিয়ে আসছে এক অনন্য অভিজ্ঞতা। এই থিমের মাধ্যমে দর্শনার্থীরা একই সাথে বারাণসি এবং কলকাতার গঙ্গা ঘাটের সৌন্দর্য ও দূষণের চিত্র দেখতে পারবেন।
গত ১০ বছর ধরে দিনহাটায় একের পর এক বড় বাজেটের পুজো আয়োজিত হচ্ছে। উত্তরবঙ্গ এবং নিম্ন অসমের দর্শনার্থীরাও দিনহাটার পুজো দেখতে ভিড় জমান। এই বছর প্রায় ১৬টি বিগ বাজেটের পুজো হচ্ছে, যার মধ্যে অন্যতম হলো মদনমোহনবাড়ি দুর্গা পুজো কমিটি। তাদের এবারের পুজো ১২৬তম বর্ষে পদার্পণ করছে।
এবারের থিমের মূল আকর্ষণ হলো ১২০ ফুটের একটি বিশাল গঙ্গা নদীর রেপ্লিকা। এখানে দর্শনার্থীরা বারাণসির বিখ্যাত গঙ্গা আরতি চাক্ষুষ করার সুযোগ পাবেন। এরপরই দেখানো হবে কলকাতার গঙ্গা ঘাটের বিভিন্ন দিক। এই থিমের মাধ্যমে হিন্দু ধর্মের পবিত্র নদী গঙ্গার বর্তমান অবস্থার বাস্তব চিত্র তুলে ধরা হবে। থিমটি তৈরি করছেন কলকাতার শিল্পী সুব্রত ব্যানার্জী, যিনি জুন মাস থেকে দিনরাত এক করে কাজ করে চলেছেন।
শিল্পী সুব্রত ব্যানার্জী জানান, এই থিমের মূল উদ্দেশ্য হলো গঙ্গা দূষণের মতো একটি গভীর সামাজিক সমস্যাকে সবার সামনে তুলে ধরা। মণ্ডপে একটি শিবের মূর্তি থাকবে, যার জটা থেকে গঙ্গার উৎপত্তি দেখানো হবে। এরপর বেনারস ও কলকাতার বিভিন্ন মন্দির ও ঘাটগুলো ফুটিয়ে তোলা হবে। পাশাপাশি, কীভাবে এই ঘাটগুলিতে দূষণ ঘটছে, সেই চিত্রও তুলে ধরা হবে। মণ্ডপ সজ্জার জন্য মূলত প্লাইউড, বাঁশ এবং লোহার ফ্রেম ব্যবহার করা হচ্ছে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাও তৈরি করা হচ্ছে। আরও পড়ুনঃ Durga Puja 2025 : দুর্গার শহর দিনহাটায় এবার পুজোয় কোন ক্লাবের কোন থিম !
পুজো কমিটির যুগ্ম সম্পাদক রাজু সরকার এবং কেতন দে সরকার বলেন, "আমরা প্রতি বছরই নতুন থিমের মাধ্যমে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করি। এই বছরও তার ব্যতিক্রম নয়। গঙ্গা দূষণ আমাদের জীবনের একটি বড় সমস্যা। এই থিমের মাধ্যমে আমরা দেখাতে চাইছি যে সরকার বিভিন্ন পরিকল্পনা নিলেও জনগণের মধ্যে সচেতনতা কতটা প্রয়োজন।"
দিনহাটা মদন মোহন বাড়ির সর্বজনীন পূজা কমিটির পূজা প্রস্তুতি দেখুন আমাদের ভিডিও প্রতিবেদনে - Youtube
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊