Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBSSC SLST 2025 answer key: উত্তরপত্র দেখার সরাসরি লিঙ্ক

WBSSC SLST 2025 answer key: উত্তরপত্র দেখার সরাসরি লিঙ্ক

WBSSC SLST 2025 answer key: উত্তরপত্র দেখার সরাসরি লিঙ্ক


কলকাতা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ — পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) ২০২৫ সালের স্কুল লেভেল সিলেকশন টেস্ট (SLST)-এর উত্তরপত্র খুব শীঘ্রই প্রকাশ করতে চলেছে। পরীক্ষার্থীরা westbengalssc.com ওয়েবসাইটে গিয়ে PDF ফরম্যাটে উত্তরপত্র ডাউনলোড করে নিজেদের উত্তর যাচাই করতে পারবেন।

সম্ভাব্য প্রকাশের তারিখ

  • নবম ও দশম শ্রেণির উত্তরপত্র: আজ, ১৬ সেপ্টেম্বর প্রকাশের সম্ভাবনা
  • একাদশ ও দ্বাদশ শ্রেণির উত্তরপত্র: ২০ সেপ্টেম্বর নাগাদ প্রকাশ হতে পারে

পরীক্ষার্থীদের অংশগ্রহণ

  • একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন ২.২৯ লক্ষ পরীক্ষার্থী
  • ৯৩% পরীক্ষার্থী উপস্থিত ছিলেন, মোট রেজিস্টার্ড ছিলেন ২.৪৬ লক্ষ
  • ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সবকটি ছিল শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৩,৫১৭ জন পরীক্ষার্থী পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসেছেন, মূলত উত্তরপ্রদেশ ও বিহার থেকে

প্রথম ধাপের তথ্য

  • ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় নবম ও দশম শ্রেণির SLST
  • ৯১% উপস্থিতি, মোট রেজিস্টার্ড ছিলেন ৩.১৯ লক্ষ
  • ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়
  • ৩১,৩৬২ জন পরীক্ষার্থী রাজ্যের বাইরে থেকে অংশগ্রহণ করেন

সরকারি বক্তব্য

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ২০১৬ সালের SLST নিয়োগ বাতিলের পর এই নতুন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায্যভাবে পরিচালিত হচ্ছে। সেই বাতিলের ফলে ২৬,০০০ স্কুল কর্মচারীর চাকরি চলে গিয়েছিল।

“আমরা এমন একটি প্রক্রিয়া শুরু করেছি যা স্বচ্ছ, ন্যায্য এবং যোগ্য প্রার্থীদের স্বার্থ রক্ষা করে,” — ব্রাত্য বসু

পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া

২০১৬ সালে যোগ্যতা অর্জন করেও চাকরি হারানো অনেক পরীক্ষার্থী এবার আশাবাদী। চিন্ময় মণ্ডল, Deserving Teachers Rights Forum-এর সদস্য বলেন:

“আমরা ২০১৬ সালে যোগ্যতা অর্জন করেছিলাম, কিন্তু দুর্নীতির কারণে চাকরি হারিয়েছি। এবার যেন প্রক্রিয়াটি সত্যিই স্বচ্ছ হয়।”

 নবম ও দশম শ্রেণির উত্তরপত্র দেখার সরাসরি লিঙ্ক

নবম ও দশম এর WBSSC 2nd SLST এর উত্তরপত্র দেখার লিঙ্ক-

Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code