Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, আর এই উৎসবকে কেন্দ্র করে জমে উঠেছে জলপাইগুড়ির বাজার

জলপাইগুড়িতে বিশ্বকর্মা পুজো ঘিরে উৎসবের আমেজ, বাড়তি দামের চাপ


জলপাইগুড়িতে বিশ্বকর্মা পুজো ঘিরে উৎসবের আমেজ, বাড়তি দামের চাপ



জলপাইগুড়ি: রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, আর এই উৎসবকে কেন্দ্র করে জমে উঠেছে জলপাইগুড়ির বাজার। দিনবাজার থেকে শুরু করে অন্যান্য বাজারগুলিতে এখন শুধুই ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা। উৎসবের এই মরসুমে আকাশ মেঘলা থাকলেও মানুষের উৎসাহে কোনো ভাটা পড়েনি। প্রতিমা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, সবকিছুরই চাহিদা তুঙ্গে। তবে উৎসবের এই আনন্দের মাঝেই ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রতিমার দাম।

সকাল থেকেই বাজারগুলিতে ভিড় উপচে পড়েছে। ক্রেতারা প্রতিমা, ফল, ফুল, সবজি, এবং পুজো সামগ্রী কেনার জন্য ব্যস্ত। বিক্রেতারাও ক্রেতাদের চাহিদা মেটাতে দিনরাত এক করে কাজ করছেন। কিন্তু ক্রেতাদের মধ্যে অনেকেই দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, গত বছরের তুলনায় এ বছর প্রতিমার দাম অনেকটাই বেড়েছে। একজন ক্রেতা জানান, "গত বছর যে প্রতিমা ২০০০ টাকায় কিনেছিলাম, এ বছর সেটি কিনতে হচ্ছে ২৫০০ টাকায়। ৫০০ টাকা বেশি খরচ করতে হচ্ছে, যা আমাদের পকেটে চাপ ফেলছে।"

তবে বিক্রেতাদের মত ভিন্ন। তারা বলছেন, কাঁচামালের খরচ এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় প্রতিমার দাম সামান্য বাড়াতে হয়েছে। তাদের দাবি, দাম খুব বেশি বাড়েনি। তাদের মতে, প্রতিমা বিক্রির পাশাপাশি ফুল-ফল-সবজির বাজারও এখন বেশ চাঙ্গা। অন্যান্য দিনের তুলনায় আজকের বেচাকেনা অনেকটাই বেশি। বিক্রেতাদের এই বক্তব্য একদিকে যেমন কিছুটা স্বস্তি দিচ্ছে, তেমনি ক্রেতাদের বাড়তি খরচের বোঝা বহন করতে হচ্ছে। আরও পড়ুনঃ Vishwakarma Puja : বিশ্বকর্মার হাতে যে দাঁড়িপাল্লা থাকে তা কিসের প্রতিক জানেন কি?  

সব মিলিয়ে, বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে জলপাইগুড়ির বাজারে এখন উৎসবের আমেজ। দামের ওঠানামা সত্ত্বেও ক্রেতা-বিক্রেতাদের বেচাকেনা চলছে পুরোদমে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code