Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভে উত্তেজনা লাদাখে, পুলিশের গাড়ি ও BJP অফিসে আগুন!

রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভে উত্তেজনা লাদাখে, পুলিশের গাড়ি ও BJP অফিসে আগুন!

Ladakh


রাজ্যের দাবিতে বিক্ষোভ লাদাখে। শান্তিপূর্ণ আন্দোলন নিমেষেই উত্তপ্ত হয়ে উঠলো। জানা যায় স্থানীয় একটি BJP অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং একটি গাড়ি পুড়ে যায়। পুলিশ বিক্ষোভ দমন করতে রাবার গুলি ও টিয়ারশেল ব্যবহারে বাধ্য হয় বলেই সূত্রের খবর।

Leh Apex Body-এর যুব শাখা ডাকে লেহ তে লাদাখকে সংবিধানের ছয় নম্বর অনুচ্ছেদ (Sixth Schedule)-এর আওতায় আনার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি ছিল বলে খবর।

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পরে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। একটি জম্মু ও কাশ্মীর এবং অন্যটি লাদাখ। প্রাথমিক ভাবে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন জলবায়ুকর্মী সোনম ওয়াংচুক-সহ অনেকেই। কিন্তু গত কয়েক বছর ধরেই পৃথক রাজ্যের দাবিতে ধারাবাহিক ভাবে সরব হয়েছেন ওয়াংচুক এবং তাঁর অনুগামীরা।

বিক্ষোভে উত্তেজনা তীব্র আকার নেয় যখন একদল যুবক আচমকাই পাথর ছোড়া শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখনই পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়।




এর কিছুক্ষণের মধ্যেই লেহ-র বিজেপি অফিসের বাইরে দাঁড়ানো একটি নিরাপত্তা বাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়ায়।




প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে দ্রুত শৃঙ্খলা ফেরানো যায় এবং আর কোনও অশান্তি না ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code