Latest News

6/recent/ticker-posts

Ad Code

TET Answer Key 2023: প্রকাশিত হল প্রাথমিক টেটের অ্যান্সার কি

TET Answer Key 2023: প্রকাশিত হল প্রাথমিক টেটের অ্যান্সার কি

TET answer key



২৪শে ডিসেম্বর ২০২৩-এ অনুষ্ঠিত প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট (TET-2023)-এর চূড়ান্ত উত্তরপত্র (Final Answer Key) প্রকাশ করেছে। ২৪শে সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পর্ষদ এই ঘোষণা করেছে। যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তারা এখন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট https://wbbpe.wb.gov.in-এ গিয়ে নিজ নিজ সিরিজের প্রশ্নপত্রের (কোড: WBBPE/A1-23, B2-23, C3-23, D4-23, এবং E5-23) চূড়ান্ত উত্তর মিলিয়ে নিতে পারবেন। 


TET-2023 পরীক্ষার ফলাফল সম্পূর্ণরূপে এই চূড়ান্ত উত্তরপত্রের উপর নির্ভর করে তৈরি করা হবে বলে জানিয়েছে বোর্ড। আর কোনো আপত্তি গ্রাহ্য হবে না। তবে প্রত্যেকে পাচ্ছে ১ নম্বর। মুদ্রণজনিত ত্রুটির কারণে বুকলেট কোড A1-23: প্রশ্ন নম্বর ৯৯, বুকলেট কোড B2-23: প্রশ্ন নম্বর ১১৪, বুকলেট কোড C3-23: প্রশ্ন নম্বর ১১৩, বুকলেট কোড D4-23: প্রশ্ন নম্বর ৯৫, বুকলেট কোড E5-23: প্রশ্ন নম্বর ১১৭ এর জন্য ১ নম্বর পাবে সকলেই। 

১ বছর ৯ মাস পর আজ প্রকাশিত হল পশ্চিমবঙ্গ প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা TET এর ফল। প্রায় ২ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হল। ২০২৩ সালের ২৪ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। এতদিন পেরিয়ে গেলেও ফল প্রকাশিত হচ্ছে না কেন, তা নিয়ে ক্ষোভ বাড়ছিল। অবশেষে, সেই ফল প্রকাশিত হতে চলেছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code