ফের রক্তাক্ত কাশ্মীর: কুলগামে ‘অপারেশন অখল’-এ শহিদ দুই জওয়ান, খতম এক জঙ্গি
কাশ্মীর উপত্যকায় ফের রক্ত ঝরল। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার অখল গ্রামে রাতভর সেনা ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন দুই ভারতীয় জওয়ান। আহত হয়েছেন আরও দুই। সেনার পালটা অভিযানে খতম হয়েছে এক জঙ্গি। গত ৯ দিন ধরে চলা ‘অপারেশন অখল’-এর এটি অন্যতম ভয়াবহ সংঘর্ষ।
শহিদ দুই জওয়ানের নাম ল্যান্সনায়েক প্রীতপল সিং এবং সিপাই হরমিন্দর সিং। তাঁরা গুলিতে গুরুতর আহত হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। আহত দুই জওয়ান এখনও চিকিৎসাধীন। সেনা সূত্রে জানা গিয়েছে, এই অপারেশনে এখনও পর্যন্ত মোট পাঁচ জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে। ১ আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযান কুলগামের ঘন জঙ্গলে ঘেরা অখল গ্রামে চলছে, যার নাম অনুসারেই অপারেশনের নামকরণ।
গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পরই সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে এলাকা ঘিরে ফেলে। তারপর থেকেই শুরু হয় গুলির লড়াই, যা এখনও থামেনি। সেনার তল্লাশি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে, পালটা দিতে বাধ্য হয় সেনাও। সংঘর্ষের তীব্রতা এতটাই যে রাতভর গুলির শব্দে কেঁপে ওঠে উপত্যকা।
এর আগে, মাত্র পাঁচ দিন আগেই শ্রীনগরে ‘অপারেশন মহাদেব’-এ ভারতীয় সেনা পহেলগাঁও হামলার তিন জঙ্গিকে খতম করে। সেই হামলায় পর্যটক হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, সেনা ও পুলিশের তৎপরতায় জঙ্গিরা পালাতে পারেনি। লোকসভায় এই বিষয়ে বিবৃতি দিয়ে তিনি জানান, ভারতীয় সেনা জঙ্গি দমনে পূর্ণ প্রস্তুত এবং সক্রিয়।
এই পরপর দুটি অভিযান—‘অপারেশন মহাদেব’ ও ‘অপারেশন অখল’—জঙ্গি দমনে ভারতীয় সেনার দৃঢ় অবস্থানকে স্পষ্ট করে দিয়েছে। তবে শহিদ জওয়ানদের মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ। তাঁদের আত্মবলিদান যেন দেশের নিরাপত্তার জন্য চিরস্মরণীয় হয়ে থাকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊