"বিজেপির কথায় কেউ ভুলবেন না", ভাষা আন্দোলনের কর্মসূচি থেকে বললেন গৌরী শঙ্কর অধিকারী
"বিজেপির কথায় কেউ ভুলবেন না", শীতলকুচি অঞ্চলের ভাষা আন্দোলনের কর্মসূচি থেকে এমনটাই বার্তা দিলেন শীতলকুচি অঞ্চল তৃনমূল কংগ্রেস সভাপতি গৌরী শঙ্কর অধিকারী! রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে ভাষা আন্দোলনের প্রোগ্রাম । সেই প্রোগ্রাম থেকে শীতলকুচি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গৌরীশংকর অধিকারী এই মন্তব্য করেন।
তিনি জানান সামনেই বিধানসভা নির্বাচন! নির্বাচনকে সামনে রেখে বিজেপির অনেকেই অনেক কিছু বলবেন ,কিন্তু বন্ধুগণ বিজেপির কথায় কেউ ভুলবেন না, কারণ বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিগত দিনে সেগুলি কিন্তু কেউ পালন করতে পারেনি, তাই বিজেপির ভুয়া কথায় কান না দেওয়ার নিদান দেন তিনি!
এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ। সাধারণ সম্পাদক মদন বর্মন, যুব সভাপতি প্রশান্ত সূত্রধর। প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি জাকির হোসেন মিয়া সহ অন্যান্য নেতাকর্মীরা। দেখুন সেই চিত্র সরাসরি
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊