Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবশেষে উদ্ধার সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদক, তবে মিললো না পদ্মশ্রী!

অবশেষে উদ্ধার সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদক, তবে মিললো না পদ্মশ্রী! 

Bula Chowdhury


২৯৫ পদক উদ্ধার হলেও পদ্মশ্রী পদক মেলেনি,তবে পুলিশের কাজে খুশি বুলা চৌধুরী। বুলা চৌধুরীর বাড়িতে চুরি গ্রেফতার এক অভিযুক্ত,উদ্ধার ২৯৫ পদক।




শ্রীরামপুরে সাংবাদিক বৈঠক করেন ডিসিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাসের। তিনি বলেন, গত ১৫ আগস্ট সকালে বুলা চৌধুরীর দেবাইপুকুরের বাড়ি থেকে চুরির খবর জানা যায়। সব মেডেল চুরি হয়। আমরা কেস রুজু করি। সবাই উদ্বেগে ছিলাম। একটা বিশেষ দল গঠন করা হয় পুলিশ কমিশনার অমিত পি জাভালগীর নির্দেশে। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এবং ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নেওয়া হয়। ২৯৫ টি মেডেল উদ্ধার হয়।কল,কাঁসা পেতলের জিনিস উদ্ধার হয়। অভিযুক্ত কৃষ্ণা চৌধুরীকে ধরা হয়েছে। বুলা চৌধুরী উদ্বেগে ছিলেন আমরা কথা দিয়েছিলাম। রিষড়া চার নম্বর রেল গেট এলাকার বাসিন্দা ওই চোর। উত্তরপাড়া এলাকায় পুলিশ দুষ্কৃতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।বুলা চৌধুরী মাঝে মধ্যে আসতেন। ১২-১৪ তারিখ চুরি হয়েছে।প্রথমে ১২ তারিখে রেইকি করে অল্প কিছু চুরি করে। আবার ১৪ তারিখে চুরি হয়। ফাঁকা বাড়িতে চুরি আটকাতে মানুষকে সচেতন করব। পুলিশকে জানিয়ে গেলে পুলিশ সেই এলাকা সতর্ক থাকবে টহল বাড়াবে। সোর্স কাজে লাগিয়ে পুলিশ কৃষ্ণার খোঁজ পায় বলে জানা গেছে।তারপর বাড়ি থেকে গ্রেফতার করে।




বুলা চৌধুরী বলেন, পদ্মশ্রী সম্মান যখন দেওয়া হয় দুটি পদক দেওয়া হয়েছিল। যেটা রাষ্ট্রপতি পরিয়ে দিয়েছিলেন বড় পদক কসবার বাড়িতে আছে।ছোট পদক যেটা পড়ে বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারেন সেই পদকটি পাওয়া যাচ্ছে না।বাড়িতে ভালো করে খুঁজে দেখবেন বলে জানান বলে চৌধুরী।যেহেতু আরো অনেক পদক পাওয়া যায়নি পুলিশও খুঁজে দেখবে।

প্রাক্তন সাঁতারু আরো বলেন,শুধু পদক না এগুলো আমার আবেগ।ছয় বছর বয়স থেকে সাঁতার কাটছি।দেশ বিদেশের অনেক পদক সম্মান পেয়েছি।যেদিন চুরি হল মন ভেঙে গিয়েছিল।আমি মুখ্যসচিবকে জানিয়েছিলাম।মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলে বলবো ভেবেছিলাম।তার আগেই চন্দননগর পুলিশ কমিশনার এবং চন্দননগর পুলিশের টিম আমার পদক উদ্ধার করেছে।তারা যে এত তাড়াতাড়ি কাজ করতে পারবে আমি ভাবতেও পারিনি।এর আগেও দুবার আমার বাড়িতে চুরি হয়েছে।আমার দেবাইপুকুরের বাড়িতে একটি মিউজিয়াম করার কথা ভাবছি।



এই চুরিতে কৃষ্ণার সঙ্গে আরো কেউ যুক্ত আছে বলে পুলিশের অনুমান।তাদের ধরতে পারলে আরো পদক উদ্ধার হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code