Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘ভালোবাসা এসে গিয়েছে’—প্রেমে ডুবে তারা, বলিপাড়ায় গুঞ্জন ভীরকে নিয়ে

‘ভালোবাসা এসে গিয়েছে’—প্রেমে ডুবে তারা, বলিপাড়ায় গুঞ্জন ভীরকে নিয়ে

Tara Sutaria


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তারা সুতারিয়া আবার প্রেমে পড়েছেন, এমন গুঞ্জন বহুদিন ধরেই বলিপাড়ায় ঘুরছে। তবে এবার যেন নিজেই সেই খবরের ইঙ্গিত দিলেন তিনি—সরাসরি নাম না করলেও, মনের মানুষকে নিয়ে নিজের অনুভব ব্যক্ত করলেন স্পষ্টভাবে। যদিও মুখে কখনও ‘ভীর পাহাড়িয়া’র নাম উচ্চারণ করেননি, তবে তাঁর মন্তব্যে ও সোশ্যাল মিডিয়ায় দেওয়া ইঙ্গিতে সম্পর্কটা আর গোপন থাকেনি বলেই মনে করছেন অনেকে।

Tara Sutaria




সম্প্রতি একটি সাক্ষাৎকারে তারা বলেন, “আমি খুব খুশি, যেন চাঁদের উপর হাঁটছি। আমি যাকে ভালবাসি, সে আমাকে ভালোবাসে—এটা বিশ্বাস করি। আমি মনে করি, পৃথিবীতে প্রত্যেকেই কারও না কারও যোগ্য।” এই মন্তব্যেই ফুটে উঠেছে তার বর্তমান মানসিক অবস্থার ছবি। আর সেই বিশেষ মানুষ যে ভীর পাহাড়িয়া, তা নিয়েই জল্পনা তুঙ্গে।


Tara Sutaria



তারা ও ভীরকে একসঙ্গে একাধিকবার দেখা গেছে। এমনকি ইনস্টাগ্রামেও তাঁরা একে অপরের পোস্টে মিষ্টি মন্তব্য করে থাকেন। সম্প্রতি তারা যখন নিজের নতুন মিউজিক ভিডিও 'থোড়ি সি দারু'র কিছু ছবি পোস্ট করেন, তখন ভীর মন্তব্য করেন "My ❤️", জবাবে তারা লেখেন "Mine ❤️🧿"। এই সংলাপেই স্পষ্ট, দু’জনের সম্পর্ক এখন অনেকটাই প্রকাশ্যে।


Tara Sutaria



তারা আরও বলেন, “ভালবাসা খুঁজে বের করার জিনিস নয়, ওটা নিজের কাছেই আসবে—যখন সময় হবে। আমি এই বিশ্বাসে বড় হয়েছি যে, যা আমার, তা ঠিক আমার কাছেই আসবে।” এই বক্তব্যে তাঁর প্রেম ও জীবন নিয়ে বিশ্বাসের পরিচয় মেলে।




আগে অভিনেতা আদার জৈনের সঙ্গে সম্পর্কে ছিলেন তারা, তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন একা ছিলেন। নতুন করে ভীর পাহাড়িয়ার সঙ্গে তাঁর বন্ধুত্ব থেকে গড়ে ওঠা সম্পর্ক এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে গভীরতায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code