Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিপুল পরিমান গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার পুলিশ

বিপুল পরিমান গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার পুলিশ

The police of Sahebganj police station arrested a young man with a large quantity of ganja

দিনহাটা -

পাচারের উদ্দেশ্যে মজুত করা ১৩৯ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে দিনহাটা ২ নম্বর ব্লকের সেউটি ওয়ান এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ওই যুবককে গ্রেফতার করা হয়। ধৃত ওই যুবকের নাম পায়েল হোসেন (৩১)। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা ২ নম্বর ব্লকের সেউটি এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণে অবৈধ গাঁজা পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। গোপন সূত্রে সাহেবগঞ্জ থানার পুলিশ এ খবর জানতে পারে। এদিন বিকেলে একদল পুলিশ ওই বাড়িতে যায় এবং বাড়িতে ঘিরে ফেলে। বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩৯ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি এক যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃত ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয় বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, দিনহাটার বিভিন্ন এলাকায় প্রতিবছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে অবৈধ গাঁজা চাষ। একশ্রেণীর দালাল এই গাঁজা কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে তা মজুত করে বাইরে পাচার করে থাকে। মোটা টাকার মুনাফার নেশায় এই গাঁজা পাচার করে থাকে পাচারকারীরা। এদিন যে ব্যাপক পরিমাণ গাঁজাগুলি পুলিশ উদ্ধার করেছে সেগুলি পাচারের উদ্দেশ্যেই মজুত করা ছিলে বলে পুলিশ জানিয়েছে।

এই অভিযান চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রোহন বিশ্বকর্মা, সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শা, নয়ারহাট তদন্ত কেন্দ্রের ওসি হিমাদ্রী ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code