চাকরিহারা শিক্ষকদের মিছিল ঘিরে হিংসার আশঙ্কা, সতর্ক বিধাননগর পুলিশ
কলকাতা, ১৮ অগস্ট :
চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলন ঘিরে ফের উত্তেজনার আবহ। সোমবার করুণাময়ী থেকে এসএসসি আচার্য সদন পর্যন্ত একটি মিছিলের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। কিন্তু সেই মিছিল ঘিরেই হিংসাত্মক ঘটনার আশঙ্কা করছে বিধাননগর পুলিশ কমিশনারেট। ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে, এবং বাড়তি নজরদারির প্রস্তুতিও নেওয়া হয়েছে।
রবিবার এক সাংবাদিক বৈঠকে বিধাননগরের ডিসিপি অনিশ সরকার জানান, পুলিশের হাতে এসেছে একটি ইন্টারসেপ্ট করা কথোপকথন, যেখানে মঞ্চের দুই সদস্যের মধ্যে পাথর, পেট্রল, বোমা নিয়ে যাওয়ার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে। এমনকি পরীক্ষাকেন্দ্রে সকেট বোমা মারার হুমকিও উঠে এসেছে সেই কথায়। ডিসিপি স্পষ্ট বলেন, “এই ধরনের কথাবার্তা অত্যন্ত উদ্বেগজনক। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।”
এই পরিস্থিতিতে সোমবারের মিছিল ঘিরে বাড়তি পুলিশি নজরদারি থাকবে বলে জানানো হয়েছে। কমিশনের সূত্রে খবর, কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী আন্দোলনের জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এবং তার বাইরে কোনও জমায়েতের অনুমতি নেই।
অন্যদিকে, আন্দোলনকারী শিক্ষকদের তরফে দাবি করা হয়েছে, এই হিংসাত্মক পরিকল্পনার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। সংগঠনের এক সদস্য বলেন, “কেউ বা কারা ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চায়, কিন্তু আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের লড়াই চুরি হয়ে যাওয়া চাকরি ফেরানোর জন্য। আইন হাতে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।”
তাঁরা আরও বলেন, “দশ বছর পর কেন আবার একই বিষয়ে পরীক্ষা দিতে হবে? আমরা চাই এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সরাসরি আলোচনা।” সেই উদ্দেশ্যেই ১৮ অগস্ট বিকেল ৩টের সময় এসএসসি আচার্য সদনে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊