Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC Case: এসএসসি মামলায় বিরাট মোড় সুপ্রিম কোর্টে!

SSC Case: এসএসসি মামলায় বিরাট মোড় সুপ্রিম কোর্টে! বয়সের ছাড় নিয়ে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করলো না SC 



এসএসসি নতুন বিজ্ঞপ্তিতে বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট।

এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সসীমায় ছাড় চেয়ে করা আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের রায়ে কোনওরকম হস্তক্ষেপও করল না দেশের শীর্ষ আদালত।

জানা গিয়েছে, যাঁরা এই মামলার আবেদনকারী ছিলেন, তাঁরা ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, তবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হননি। বর্তমান নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণের ক্ষেত্রে তাঁরা বয়সসীমার বাধায় পড়েছেন। সেই কারণে তাঁরা বয়সে ছাড় চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন।

তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দেন। এরপর হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আবেদনকারীরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন। কিন্তু শীর্ষ আদালত সেই আবেদনও খারিজ করে দেয়, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়েই সিলমোহর পড়ল।

ফলে যাঁরা ২০১৬ সালে পরীক্ষায় উত্তীর্ণ হননি, এবং বর্তমানে বয়সসীমা পেরিয়ে গিয়েছেন, তাঁদের জন্য বয়সে ছাড়ের সুযোগ থাকছে না। আদালতের এই রায়ের ফলে পরিষ্কার হয়ে গেল যে, শুধুমাত্র ‘দাগমুক্ত’ প্রার্থী এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রেই বয়সসীমায় ছাড় দেওয়া হবে—যা আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল।

বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানায়, "মানবিকতার খাতিরে সোমা রায়ের চাকরি রাখা হয়েছিল। ওই ধরনের কোনও চাকরিপ্রার্থীকে বয়সে ছাড় দেওয়া যেতে পারে। সবাইকে নয়। আমাদের রায় স্পষ্ট বলা রয়েছে। যে কেউ বয়সে ছাড় চেয়ে আবেদন করতে পারেন না।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code