Latest News

6/recent/ticker-posts

Ad Code

গোবড়াছড়া রবীন্দ্র শিশু নিকেতনে পালিত হল রাখি বন্ধন উৎসব

গোবড়াছড়া রবীন্দ্র শিশু নিকেতনে পালিত হল রাখি বন্ধন উৎসব

Rabindranath Sishu Niketan


গোবড়াছড়া রবীন্দ্র শিশু নিকেতনে পালিত হল রাখি বন্ধন উৎসব। দিনহাটা গোবড়াছড়া বাজার এলাকায় অবস্থিত রবীন্দ্র শিশু নিকেতনে এদিন কচিকাঁচাদের উৎসাহ উদ্দীপনায় পালিত হল এই উৎসব। সকালে বিদ্যালয়েই কচিকাঁচারা একে অপরকে রাখি পড়িয়ে দেয় এরপর শিক্ষক শিক্ষিকাদের রাখি পড়িয়ে শুরু হয় উৎসবের আমেজ ।

এরপর বাজার এলাকায় থাকা পথচলতি মানুষ ও দোকানদারদের রাখি পড়িয়ে দেয় ক্ষুদে পড়ুয়ারা। পড়ুয়াদের সাথে সাথে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। পথচলতি মানুষ ও দোকানদারের অনেক খুশি বিদ্যালয়ের এই উদ্যোগে।

এদিন এই রাখি বন্ধন উৎসবের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুন বর্মনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুন বর্মন জানান, প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা এই উৎসব পালন করলাম। সকলের সহযোগিতা ও শুভ কামনায় আগামী দিনেও এইরকম অন্যান্য অনুষ্ঠান আমরা চালিয়ে শিশুদের বিকাশ ঘটাবো বলে আশাবাদী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code