Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুল গুলির জন্য নয়া নির্দেশিকা, এবার সকালের প্রার্থনায় গাইতে হবে ‘বাংলার মাটি, বাংলার জল’

স্কুল গুলির জন্য নয়া নির্দেশিকা, এবার সকালের প্রার্থনায় গাইতে হবে ‘বাংলার মাটি, বাংলার জল’

WB schools have been instructed to sing the State Song during the morning assembly


স্কুল গুলির জন্য নয়া নির্দেশিকা, এবার সকালের প্রার্থনায় গাইতে হবে ‘বাংলার মাটি, বাংলার জল’। সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলের জন্য এমন ই নির্দেশিকা জারি করা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের তরফে। মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি সুব্রত ঘোষ এ প্রসঙ্গে বলেন, “এ বার থেকে স্কুলগুলিতে প্রার্থনাসভায় এই গান বাধ্যতামূলক।”



রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে নির্ধারন হয়।  বিধানসভায় এ সংক্রান্ত প্রস্তাব পাশ করা হয়। চলতি বছর ফেব্রুয়ারিতে রাজ্যের মুখ্যসচিব এক নির্দেশিকা জারি করে জানান, রাজ্য সঙ্গীত হিসাবে গাওয়া হবে নির্দিষ্ট একটি অংশ, ‘বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল—পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন— এক হউক, এক হউক, এক হউক হে ভগবান।’ রাজ্য সঙ্গীত সম্পূর্ণ হতে হবে এক মিনিটের মধ্যে।


এবার রাজ্যের স্কুল গুলিতে প্রার্থনা সভায় এই সঙ্গীত গাওয়ার নির্দেশিকা জারি করা হলো। মধ্যশিক্ষা পর্ষদের এই ঘোষণার আগে রাজ্যের সমস্ত সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে আগে জাতীয় সঙ্গীত গাওয়া হত। তার পর স্কুলগুলি তাদের ঠিক করা প্রার্থনাসঙ্গীত গাইত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code