Latest News

6/recent/ticker-posts

Ad Code

পানিহাটির তৃণমূল বিধায়কের বউমার নাম দাগিদের তালিকায়, কী প্রতিক্রিয়া নির্মল ঘোষের ?

পানিহাটির তৃণমূল বিধায়কের বউমার নাম দাগিদের তালিকায়, কী প্রতিক্রিয়া নির্মল ঘোষের ?



১,৮০৪ জন "দাগি" প্রার্থীর তালিকায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে উত্তর ২৪ পরগনার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষ। 

এসএসসি সূত্রে জানা গেছে, এই তালিকা ২০১৬ সালের শিক্ষক নিয়োগে অনিয়মের সংযোগে তৈরি করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশনায় প্রকাশ করা হয়েছে। তালিকায় থাকা প্রার্থীদের নতুন নিয়োগ পরীক্ষা (৭ ও ১৪ সেপ্টেম্বর) থেকে সরিয়ে দেওয়া হবে।

এসএসসি অযোগ্যদের তালিকায় বিধায়কের পুত্রবধূ! প্রশ্নে মেজাজ হারান নির্মল ঘোষ। এসএসসি অযোগ্যদের তালিকায় উঠে এলো পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম, যিনি নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এই নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন বিধায়ক।

এই ঘটনায় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ বলেন, “আইন আইনের পথে চলবে…” সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, “আমি জানি না সেটা আমাকে কেন?" এবং "সত্য শেষ পর্যন্ত বিচারপথে বেরিয়ে আসবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code