Latest News

6/recent/ticker-posts

Ad Code

৩৮ বছরেই চির বিদায় ! প্রয়াত পবিত্র রিসতা খ্যাত অভিনেত্রী প্রিয়া

৩৮ বছরেই চির বিদায় ! প্রয়াত পবিত্র রিসতা খ্যাত অভিনেত্রী প্রিয়া 

Priya


মুম্বাইয়ের টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠের আকস্মিক প্রয়াণে। মাত্র ৩৮ বছর বয়সেই ক্যান্সারের সঙ্গে লড়াই করে তিনি শেষ পর্যন্ত হার মানলেন। রবিবার ভোরে মুম্বাইয়ের মিরা রোডের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।




প্রিয়া মরাঠে একাধারে হিন্দি ও মারাঠি ধারাবাহিকের পরিচিত মুখ ছিলেন। হিন্দি ধারাবাহিক পবিত্র রিসতা–এ বর্ষা চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে দর্শকের মনে দাগ কেটেছিল। এছাড়াও কসম সে, বড়ে অচ্ছে লাগে হ্যায়, সাথ নিভানা সাথিয়া সহ একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তাঁর প্রাণবন্ত ব্যক্তিত্বও দর্শকদের কাছে তাঁকে করে তুলেছিল বিশেষ।




প্রিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো টেলিভিশন ইন্ডাস্ট্রি। বহু সহশিল্পী সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন। অনেকেই লিখেছেন—“প্রিয়া, তুমি অনেক তাড়াতাড়ি চলে গেলে।”




কিছুদিন আগেই প্রিয়া তাঁর স্বামী শান্তনু মগে-র সঙ্গে ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তাই তাঁর আকস্মিক প্রয়াণে ভক্তরা এখনও অবিশ্বাসে স্তব্ধ।




প্রিয়ার প্রয়াণে শুধু একটি প্রতিভাবান শিল্পীই হারালাম না, হারালাম এক উজ্জ্বল, প্রাণবন্ত জীবনকেও। তাঁর অভিনয় ও স্মৃতি ছোটপর্দার দর্শকদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code