Jyotishko Biswas: চাঁদের পাহাড়ের পথ ধরে আফ্রিকায় সাইকেল চালিয়ে জ্যোতিষ্ক
তানজানিয়া ১৩ আগস্ট ২০২৫ — বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসে অনুপ্রাণিত হয়ে আফ্রিকার রুয়েনজোরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মার্গারিটা পিক জয় করলেন Jyotishko Biswas। ২৯ জুন মোম্বাসা থেকে সাইকেলিং অভিযাত্রা শুরু করে ২৩ জুলাই তিনি পৌঁছান ‘Mountain of the Moon’-এর চূড়ায়। এই শৃঙ্গ জয় তাঁকে মার্গারিটা স্পর্শ করার গৌরব এনে দিয়েছে।
Jyotishko বলেন, “১১-১২ বছর ধরে পরিকল্পনার পরে আমি এসেছি আফ্রিকায়, চাঁদের পাহাড়ের পথ অনুসরণ করতেই। এই পথ একসময় অনুসরণ করেছেন Ptolemy, Duke of the Abruzzi, Henry Stanley—এবং আরও অনেক নাম না জানা অভিযাত্রী।”
সম্প্রতি কিছু সংবাদমাধ্যম Jyotishko-র অভিযাত্রা নিয়ে ভুল তথ্য প্রকাশ করেছে, যা তাঁর মতে ভ্রমণ চলাকালীন একেবারেই অনুচিত। তিনি স্পষ্ট করে বলেন, “স্যার অনিন্দ্য মুখোপাধ্যায় প্রথম বাঙালি যিনি চাঁদের পাহাড় ছুঁয়ে এসেছেন। আমি তাঁর পথের অনুসারী মাত্র।”
অনিন্দ্য মুখোপাধ্যায় ৮ বছর আগে চাঁদের পাহাড় অনুপ্রাণিত হয়ে আফ্রিকার মবিয়াস চূড়ায় আরোহণ করেন, যা বাস্তবের Mountain of the Moon হিসেবে পরিচিত। Jyotishko জানান, “উনি চাইলে মার্গারিটা পিকেও উঠতে পারতেন, কিন্তু ব্যক্তিগত কারণে তা করেননি। আমি সেই পথের পাঠক হিসেবে মার্গারিটা জয় করেছি।”
চাঁদের পাহাড় উপন্যাসে শঙ্করের আফ্রিকা অভিযান আজও বাঙালির কল্পনায় রোমাঞ্চ জাগায়। Jyotishko সেই সাহসিকতাকে বাস্তবের অভিযানে রূপ দিয়েছেন। তাঁর যাত্রা শুধু একটি শৃঙ্গ জয় নয়, বরং সাহিত্যের ছায়ায় গড়ে ওঠা এক জীবন্ত অন্বেষণ।
বর্তমানে Jyotishko তাঁর যাত্রার পরবর্তী পর্বে সলসবেরি পৌঁছানোর পরিকল্পনায় রয়েছেন, যা আরও সময় ও প্রস্তুতির অপেক্ষায়।
Tag: Jyotishko Biswas Margarita Peak, Chander Pahar real life, Bengali adventurer Africa, Mountain of the Moon Bengali, অনিন্দ্য মুখোপাধ্যায় অভিযাত্রী, চাঁদের পাহাড় অনুপ্রেরণা, Ruwenzori expedition Bengali, Jyotishko Biswas Africa journey
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊