KBC-র স্বাধীনতা দিবস পর্বে ‘অপারেশন সিন্দুর’-এর তিন সেনা অফিসার, বিতর্কে জড়াল অনুষ্ঠান
মুম্বই ১৩ আগস্ট ২০২৫ — জনপ্রিয় রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতি-র (KBC) স্বাধীনতা দিবস বিশেষ পর্বে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর তিন মহিলা অফিসার— কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কমান্ডার প্রেরণা দেওস্থলী। তাঁরা সম্প্রতি সফলভাবে পরিচালিত অপারেশন সিন্দুর-এর মুখ ছিলেন। এই পর্বটি সম্প্রচারিত হবে ১৫ আগস্ট রাত ৯টায়।
অপারেশন সিন্দুর: পহেলগাম হামলার জবাব
এই পর্বে আলোচনায় উঠে এসেছে ৭ মে ২০২৫-এ পরিচালিত অপারেশন সিন্দুর, যা ছিল পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত ৯টি জঙ্গি ঘাঁটির বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর সুনির্দিষ্ট হামলা। এই অভিযান ছিল ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর প্রত্যুত্তর।
প্রোমোতে কর্নেল সোফিয়া বলেন, “পাকিস্তান এটা করে আসছে। তাই জবাব দেওয়া জরুরি ছিল, স্যার। সেই কারণেই অপারেশন সিন্দুর পরিকল্পনা করা হয়।” উইং কমান্ডার ব্যোমিকা জানান, “রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট— মাত্র ২৫ মিনিটে অভিযান শেষ।” কমান্ডার প্রেরণা বলেন, “টার্গেট ধ্বংস হয়েছে, কোনও সাধারণ নাগরিকের ক্ষতি হয়নি।”
বিতর্কের সূত্রপাত
এই পর্বের প্রোমো প্রকাশের পরেই বিতর্ক শুরু হয়। সমালোচকদের দাবি, সরকার সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সাম্প্রতিক উচ্চ-ঝুঁকির সামরিক অভিযানের পর এত দ্রুত রিয়েলিটি শো-তে সেনা অফিসারদের উপস্থিতি কীভাবে অনুমোদিত হল?
শিবসেনা (UBT) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী অভিযোগ করেন, Sony Pictures Networks-এর ভারত-পাকিস্তান ক্রিকেট সম্প্রচার স্বার্থের সঙ্গে এই পর্বের যোগ থাকতে পারে। প্রতিরক্ষা মন্ত্রক এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।
সেনা পোশাক ও প্রোটোকল
সামরিক নিয়ম অনুযায়ী, সেনা পোশাক সামাজিক বা বিনোদনমূলক অনুষ্ঠানে পরা নিরুৎসাহিত করা হয়, বিশেষত রেস্টুরেন্ট, হোটেল বা শপিংয়ের সময়। শুধুমাত্র অফিসার্স মেসে আয়োজিত সরকারি সামাজিক অনুষ্ঠানে তা অনুমোদিত ।
Tag: KBC Independence Day 2025, Operation Sindoor controversy, Sofiya Qureshi KBC, Vyomika Singh Wing Commander, Indian Army reality show, KBC political row, Amitabh Bachchan KBC 17, Pahalgam terror attack response
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊