নয়া প্রেসিডেন্ট পেল ভারতীয় ক্রিকেট বোর্ড, বিনির জায়গায় কে?
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (BCCI) বড় পরিবর্তন ঘটল। সংবিধান অনুযায়ী ৭০ বছর বয়সে পদ ছাড়তে হল বর্তমান সভাপতি রজার বিনিকে। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বোর্ডের উপাধ্যক্ষ রাজীব শুক্লা।
সূত্রের খবর, এই দায়িত্ব আপাতত সাময়িক। সেপ্টেম্বরের বার্ষিক সাধারণ সভায় (AGM) আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি নির্বাচন করা হবে। ততদিন পর্যন্ত বোর্ডের যাবতীয় কাজকর্ম দেখভাল করবেন শুক্লা।
শুধু প্রশাসনিক কাজ নয়, আগামী দিনে তাঁর সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। এশিয়া কাপের প্রস্তুতি, আইসিসি-র সঙ্গে যোগাযোগ, নতুন স্পনসর চুক্তি—সবকিছুই সামলাতে হবে তাঁকেই।
বলা হচ্ছে, অভিজ্ঞ রাজনীতিক ও ক্রীড়া প্রশাসক হিসেবে রাজীব শুক্লা এই দায়িত্ব পালনে সক্ষম হবেন। তবে স্থায়ী সভাপতির আসনে কে বসবেন, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।
নতুন ক্রীড়া বিল ইতিমধ্যেই আইনে পরিণত হলেও, তার সুনির্দিষ্ট নিয়মকানুন এখনও চূড়ান্ত হয়নি। এর মধ্যেই ক্রীড়া বোর্ড নির্বাচন নিয়ে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে।
ক্রীড়ামন্ত্রকের এক শীর্ষ সূত্র জানিয়েছে, মন্ত্রক চাইছে আসন্ন সেপ্টেম্বরের মধ্যেই বোর্ড নির্বাচন সম্পন্ন হোক। যদি নিয়মাবলি দ্রুত নির্দিষ্ট হয়ে যায়, তবে সেই অনুযায়ীই হবে নির্বাচন। তবে আইন কার্যকর না হলে, আপাতত লোধা কমিশনের সুপারিশ অনুযায়ী ভোট করানো হতে পারে।
যদিও নতুন নিয়ম চূড়ান্ত হলে সেই কাঠামোয় আবারও নির্বাচন করতে হবে এমনটাই ইঙ্গিত দিয়েছে মন্ত্রক। ফলে অনেকে মনে করছেন, বোর্ড নির্বাচন শেষ পর্যন্ত পিছিয়ে যেতে পারে। নিয়ম অনুযায়ী নির্বাচন সর্বাধিক তিন মাস পর্যন্ত পিছোনোর সুযোগ রয়েছে।
ক্রীড়া মহলে জল্পনা, নিয়ম তৈরি ও কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসবে না। তবে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে কেন্দ্র কতটা চাপ সৃষ্টি করে, সেদিকেই এখন নজর সকলের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊