২৬ দিনে ১ কোটি! 'আমাদের পাড়া আমাদের সমাধান'-র সাফল্যে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়
“আমাদের পাড়া, আমাদের সমাধান” এক অনন্য মাইলফলক ছুঁল। মাত্র ২৬ দিনেই এই প্রকল্পে অংশ নিলেন এক কোটিরও বেশি মানুষ।
প্রতিটি বুথে স্থানীয় সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে চালু হয়েছে এই ক্যাম্প। রাস্তা, আলো, পানীয় জল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পরিষেবা—সবই এখন তোলা হচ্ছে সরাসরি প্রশাসনের সামনে। প্রতিটি বুথে বরাদ্দ রয়েছে ১০ লক্ষ টাকা, যা দিয়ে জরুরি সমস্যা মেটানো হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিপুল জনসমাগমে খুশি। তাঁর কথায়, “মানুষের আস্থা প্রমাণ করছে, সরকারের এই উদ্যোগ সঠিক পথে এগোচ্ছে।”
প্রথম দুই সপ্তাহেই প্রায় ৬০ লক্ষ মানুষ যোগ দিয়েছিলেন। এখন সেই সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। ক্যাম্পের সংখ্যা ইতিমধ্যেই ১৪,৫০০ পেরিয়েছে।
প্রশাসনিক মহল মনে করছে, এত স্বল্প সময়ে মানুষের এই সাড়া প্রমাণ করছে গণতান্ত্রিক পদ্ধতিতে স্থানীয় সমস্যার সমাধানে মানুষের আগ্রহ ও আস্থা কতটা প্রবল।
মমতা সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ তাঁদের সমস্যা নিয়ে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের শিবিরে আসছেন। মাত্র ২৬ দিনে এই প্রকল্পের ১৪,৫০০টি শিবিরে এক কোটির বেশি মানুষ চলে এসেছেন। এত দ্রুত আমরা এক কোটির গণ্ডি ছুঁতে পেরেছি, তার জন্য সকলকে অভিনন্দন।’’ প্রকল্পে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান রাজ্যের সুশাসনকে চিহ্নিত করে বলে মত মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, ‘‘এমন একটা আর্থসামাজিক প্রকল্পে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান রাজ্যের গণতান্ত্রিক সুশাসন এবং সংস্কৃতিকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করছে। সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী এবং স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রমকে আন্তরিক কুর্নিশ জানাচ্ছি। এ ভাবে রাজ্যের প্রত্যেকটা মানুষের দুয়ারে আমরা পৌঁছে যেতে পারছি। আমাদের উপর ভরসা রাখার জন্য রাজ্যের মানুষকেও ধন্যবাদ।’’
আগামী দিনে সরকারের পরিকল্পনার কথা বলতে গিয়ে মমতা লেখেন, ‘‘সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে সব সময় বদ্ধপরিকর। আগামী দিনেও মা-মাটি-মানুষের সরকার মানুষের পাশে থাকবে।’’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊