সুপ্রিম নির্দেশ মেনে শনিবারেই ‘দাগি’দের তালিকা দেবে SSC!
২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বহু প্রার্থীকে ঘিরে অনিয়মের অভিযোগ ওঠে। দীর্ঘ টানাপোড়েনের পর এবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল শনিবারের মধ্যেই প্রার্থীদের ‘দাগি তালিকা’ প্রকাশ করতে হবে SSC-কে।
আদালত জানিয়েছে, তালিকা গোপন রাখার সুযোগ নেই। কে দোষী, কে নির্দোষ—সেটা রাজ্যবাসীর জানা জরুরি। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই পুরো তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত।
তবে আদালত একই সঙ্গে পরিষ্কার করেছে, নতুন নিয়োগ প্রক্রিয়া এতে আটকে যাবে না। নির্ধারিত সূচি মেনেই পরীক্ষা হবে। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হবে। এদিন আদালতে ‘যোগ্য’ প্রার্থীরা দাবি করেন, যদি ‘দাগি’দের চিহ্নিত করাই হয়, তবে আর কেন তাঁদের পরীক্ষা দিতে হবে? তবে সে দাবি এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানায়, পরীক্ষা দিতেই হবে।
শুক্রবার এসএসসি-র কাছে শীর্ষ আদালত জানতে চায়, কত জন ‘দাগি অযোগ্য’ প্রার্থী রয়েছেন? জবাবে এসএসসি বলে, সংখ্যাটা ১৯০০-র মতো। ওই সময়ে ‘যোগ্য শিক্ষক’দের হয়ে আন্দোলনকারী নেতা চিন্ময় মণ্ডল সুপ্রিম কোর্টে কিছু বলার জন্য এগিয়ে যান। তাঁকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত। চিন্ময়কে উদ্দেশ করে বিচারপতি শর্মা বলেন, ‘‘আপনি মামলা দাখিল করেছেন? ওখানে পিছনে গিয়ে বসুন। এটা কোনও পাবলিক প্ল্যাটফর্ম নয়।’’ তার পর আবার বিচারপতি বলেন, ‘‘এক জন দাগি অযোগ্যকেও পরীক্ষায় বসতে দেওয়া যাবে না।’’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊