সাইবার প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেফতার, তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরবঙ্গজুড়ে বাড়ছে সাইবার প্রতারণার ঘটনা। সামান্য লভ্যাংশের লোভে একাউন্ট ভাড়া দিয়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে কলকাতা বিধাননগর সাইবার ক্রাইম থানার তৎপরতায় ধরা পড়ল এমনই এক আন্তঃরাজ্য প্রতারণা চক্রের তিন পান্ডা।
সোমবার এনজেপি থানার সহযোগিতায় শিলিগুড়ির ফুলবাড়ি ও ডাবগ্রাম এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে বিধাননগর পুলিশ। ধৃতদের নাম নাসির আহমেদ ও রুকসার বিবি—দুজনেই ফুলবাড়ি পশ্চিম ধনতলার বাসিন্দা। তৃতীয় ব্যক্তি, রনি রানা, ডাবগ্রামের স্যাটেলাইট টাউনশীপ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ ও ২০২৪ সালে বিধাননগর থানায় দায়ের হওয়া দুই পৃথক মামলায় যথাক্রমে ১২ লক্ষ ও ৪ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একাধিক সূত্র ধরে ধীরে ধীরে খুলতে থাকে চক্রের জাল। অবশেষে শিলিগুড়ি সংলগ্ন এলাকাগুলিতে হানা দিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে তদন্তকারী দল।
ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় এবং সেখান থেকে ট্রানজিট রিমান্ডে হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছে বিধাননগর পুলিশ। যদিও এখনো পর্যন্ত অভিযুক্তদের কাছ থেকে কোনও অর্থ উদ্ধার হয়নি।
পুলিশের অনুমান, এই চক্র সাধারণ মানুষের ব্যাঙ্ক একাউন্ট হ্যাক করে বা প্রলোভন দেখিয়ে একাউন্ট ভাড়া নিয়ে সেখানে প্রতারণার টাকা রাখত। বিনিময়ে একাউন্ট হোল্ডারদের দেওয়া হতো সামান্য কিছু টাকা। পুলিশের মতে, ধৃত তিনজন এমনই কার্যকলাপে যুক্ত ছিল এবং তাদের সূত্র ধরেই এবার মূল চক্রের হোতার খোঁজে তল্লাশি চালাবে পুলিশ।
বিধাননগর থানার এক কর্তা জানান, “মানুষকে সচেতন হতে হবে। সামান্য লাভের লোভে একাউন্ট ভাড়া দেওয়া অথবা অজানা লিঙ্কে ক্লিক করলেই বিপদ বাড়ে। চক্রটি অত্যন্ত চতুর, তবে আমরা তদন্তে অগ্রসর হচ্ছি।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊