পানীয় জলের অভাবে ক্ষোভ, পথ অবরোধে এলাকাবাসী তেঁতুলতলায়
দিনহাটা:
দীর্ঘদিন ধরে পানীয় জলের সঠিক পরিষেবা না মেলায় ক্ষুব্ধ হয়ে পথ অবরোধে সামিল হলেন দিনহাটা ২ নম্বর ব্লকের তেঁতুলতলা বাজার এলাকার বাসিন্দারা। সাবেক ছিট পোয়াতুর কুঠি সহ আশেপাশের তিনটি গ্রামের মানুষ চৌধুরীহাট থেকে নয়ারহাট যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তায় অবরোধে বসেন।অবরোধের জেরে সাধারণ মানুষকে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়।
অভিযোগ, গত চারদিন ধরে সঠিকভাবে জল পাচ্ছেন না এলাকার মানুষ। দিনভর জল না এলেও গভীর রাতে রাস্তাঘাটে কল থেকে অনবরত জল পড়ে অপচয় হচ্ছে। দিনের আলোয় যখন মানুষ জল প্রয়োজন, তখন মিলছে না এক-দুটি বোতলের বেশি। এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দফতরকে জানিয়েও মেলেনি কোনও স্থায়ী সমাধান। অবরোধের খবর পেয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
স্থানীয় একটি পাম্প অফিসের সামনে বসে অবরোধে শামিল হন গ্রামবাসীরা। ওই পাম্প অপারেটরের বক্তব্য, জল সরবরাহের প্রধান রিজার্ভার থেকে একসঙ্গে ১৪টি গ্রামে জল পৌঁছাতে হয়। এরমধ্যেই কিছু ভালভ নষ্ট হয়ে থাকায় জলের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে।
তবে কবে এই সমস্যার স্থায়ী সমাধান হবে, তা নিয়ে এখনও দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊