Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোর্টকে রাজনীতির জায়গা করার চেষ্টা করবেন না, রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন’ মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় বললেন প্রধান বিচারপতি

"কোর্টকে রাজনীতির জায়গা করার চেষ্টা করবেন না, রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন’ মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় বললেন প্রধান বিচারপতি 



Supreme Court




স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে। সুপ্রিমকোর্টের আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ‘আত্মদীপ’ নামে একটি সংগঠন ওই মামলাটি দায়ের করেছে। সেই মামলায় সোমবার প্রধান বিচারপতি গবাই স্পষ্ট বার্তা দেন, "রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন।’’

জানা যায়, মামলাকারীর আইনজীবী সোমবার সওয়াল করে জানান, মামলাটির শুনানি আপাতত মুলতুবি রাখা হোক। অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। ওই সওয়ালের পরেই প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘আপনি নিশ্চিত, যে অনুমতি পাবেন? কোর্টকে রাজনীতির জায়গা করার চেষ্টা করবেন না। আপনাদের রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন।’’

গত ৩ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দুর্নীতির অভিযোগে ২০১৬-র প্যানেল বাতিল করে দেয়। ফলে রাজ্যের ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায়। সেদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মামলার রায় এবং বিচারপতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী বলে অভিযোগ। যা আদালত অবমাননার সমান বলেও দাবি। হয় মামলা।

সোমবার সেই মামলা শোনে প্রধান বিচারপতি গবইয়ের বেঞ্চ। সেই বেঞ্চে রয়েছেন বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়া। চার সপ্তাহ পরে আবার মামলার শুনানি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code