Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ খরচ করতে পারছেন না শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ

বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ খরচ করতে পারছেন না শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ

শিলিগুড়ি, শংকর ঘোষ, বিজেপি বিধায়ক, Siliguri, Shankar Ghosh, BJP MLA, MLA Development Fund, Siliguri Municipal Corporation, Siliguri Jalpaiguri Devel



শিলিগুড়ি, ১৫ জুলাই: শিলিগুড়ি শহরের উন্নয়নের জন্য বরাদ্দ বিধায়ক উন্নয়ন তহবিলের (MLA Development Fund) অর্থ খরচ করতে পারছেন না শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে (Siliguri Journalist Club) এক সাংবাদিক বৈঠক করে তিনি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন (Siliguri Municipal Corporation) এবং শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির (Siliguri Jalpaiguri Development Authority - SJDA) অসহযোগিতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

শংকর বাবু জানান, প্রতি বছর বিধায়ক উন্নয়ন তহবিলের জন্য তিনি ৬০ লক্ষ টাকা পান। কিন্তু শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এবং এসজেডিএ-এর অসহযোগিতার কারণে তিনি সেই অর্থ শহরের উন্নয়নে ব্যয় করতে পারছেন না। তার অভিযোগ, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনকে নানান কাজের খতিয়ান বানিয়ে দেওয়ার পরেও পৌরনিগম সেই সমস্ত কাজের বিষয়ে এক পাও এগোয়নি।

কেবলমাত্র শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনই নয়, এসজেডিএ-ও শিলিগুড়ির বিধায়কের নানান উন্নয়ন কর্মসূচির কাজগুলিকে প্রাধান্য দিচ্ছে না বলে অভিযোগ করেন শংকর ঘোষ। এর ফলে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে শিলিগুড়ি শহরের মানুষের জন্য কোনো কাজ করতে পারছেন না শংকর ঘোষ। তিনি আরও বলেন, এর ফলে শিলিগুড়ির মানুষ নানান পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ উল্লেখ করেন যে, তিনি রাস্তাঘাট, নালা-নর্দমা, বৈদ্যুতিক আলো স্তম্ভ, কুয়ো সংস্কার সহ নানান কাজের জন্য শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনকে চিঠি দিয়েছিলেন। কিন্তু শিলিগুড়ি পৌরনিগম বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে সেই সমস্ত কাজ করার কোনো আগ্রহ দেখাচ্ছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code