'দেশের অর্থনীতিকে শেষ করে ফেলেছেন’, ট্রাম্পের শুল্ক নিয়ে মোদিকে নিশানা রাহুলের
দফায় দফায় আলোচনা সত্ত্বেও সমাধান হয়নি ভারত-আমেরিকা বাণিজ্যবিষয়ক উত্তেজনার। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ১ অগাস্ট থেকে ভারতের উপর ২৫% শুল্ক ও জরিমানা (পেনাল্টি) চাপানো হবে। এতে ভারতীয় সংস্থা ও ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়তে পারেন। এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কেন্দ্রীয় মোদি সরকারের কড়া সমালোচনা করে বলেন, সরকার দেশের অর্থনীতি, প্রতিরক্ষা ও বিদেশনীতি ধ্বংস করেছে।
তিনি বলেন, "সমস্যা তো আমরা দেখতে পাচ্ছি! (নরেন্দ্র মোদির) সরকার ভারতের অর্থনীতি, প্রতিরক্ষানীতি, বিদেশনীতি ধ্বংস করে ফেলেছে। দেশকে একেবারে শেষ করে ফেলা হচ্ছে। নরেন্দ্র মোদি একজনের জন্যই কাজ করেন, গৌতম আদানি। সব ছোট ব্যবসা শেষ। দেখে নেবেন, এই চুক্তি হবে। ট্রাম্প চুক্তির নীতি ঠিক করবেন। আর তাঁর কথা মানতে হবে নরেন্দ্র মোদিকে।"
ভারতের উপর শুল্ক ও পেনাল্টির ঘোষণা করেই থামেননি ট্রাম্প। ভারতের অর্থনীতিকে তিনি 'মৃত' বলে উল্লেখ করেছেন। রাহুলের বক্তব্য, "ট্রাম্প ঠিকই বলেছেন। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছাড়া এটা প্রত্যেকেই জানেন। ভারতের অর্থনীতি মৃত। ট্রাম্প সত্যই বলেছেন। এ ব্যাপারে কোনও ধন্দ আছে কি? গোটা পৃথিবী জানে। বিজেপি দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে। আদানিকে সাহায্য করতে গিয়ে শেষ করে দিয়েছে দেশকে।"
ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে বারবার নিজের কৃতিত্ব দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ভারতের উপর শুল্ক ও জরিমানার ঘোষণা দিয়ে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যচুক্তির কথা বলেছেন তিনি। এমনকি মন্তব্য করেছেন, “একদিন পাকিস্তান হয়তো ভারতকে তেল বিক্রি করবে।” এই পরিস্থিতিতে মোদি সরকারের বিদেশনীতি নিয়ে কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
রাহুল বলেন, সরকার বিদেশনীতিকে "সফল" বললেও বাস্তবে আমেরিকা ভারতকে অপমান করছে, চিন আক্রমণাত্মক মনোভাব নিচ্ছে, আর কোনও দেশই পাকিস্তানের নিন্দা করছে না। তিনি প্রশ্ন তোলেন, মোদি কেন ট্রাম্প বা চিনের নাম মুখে আনছেন না? ট্রাম্প যেখানে ভারতের ক্ষতি করছে, সেখানে সরকার কেন তাকে সফলতার দৃষ্টান্ত হিসেবে তুলে ধরছে? রাহুলের দাবি, দেশের উপর নিয়ন্ত্রণ আসলে কার হাতে, সেটা মানুষকে ভাবতে হবে।
সংসদের ভাষণে তাঁর কথায়, " একবারও ট্রাম্পের নাম নিলেন না, চিনের নাম নিলেন না। কোনও দেশ পাকিস্তানের নিন্দা করল না, বরং পাক সেনাপ্রধানের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন ট্রাম্প। তার পরও এঁরা বলছেন, 'আমরা সফল'! এ কেমন সাফল্য? ৩০-৩২ বার যুদ্ধবিরতি করিয়েছেন বলেছেন ট্রাম্প। বলেছেন, ভারতের পাঁচটি বিমান ভেঙে পড়েছে। এখন ২৫ শতাংশ শুল্ক চাপাবেন বলছেন। নরেন্দ্র মোদি কেন জবাব দিতে পারছেন না? আসল কারণ কী? নিয়ন্ত্রণ কার হাতে, আপনারা বুঝুন।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊