কসবা কাণ্ডে আপাতত পুলিশি হেফাজতেই গণধর্ষণে অভিযুক্ত তিন জন, জেলে রক্ষীও 


Kasba incident



কসবার আইন কলেজে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত-সহ ধৃত তিন জনকে ৮ই জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হল। মূল অভিযুক্ত, কলেজের প্রাক্তনী তথা অস্থায়ী কর্মীসহ বাকি দুজন এবং রক্ষীকেও হেফাজতে পাঠালো আদালত। শুক্রবার তাঁদের আদালতে হাজির করানো হলে বিচারক চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। তার মেয়াদ শেষ হয়েছে সোমবার। এদিকে রক্ষীকেও গ্রেফতার করা হয়। মঙ্গলবার রক্ষীসহ অভিযুক্ত অন্য তিনজনকে ফের আদালতে হাজির করা হয়।

আদালতের নির্দেশে, তিন অভিযুক্ত আগামী ৮ জুলাই, মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন। অভিযুক্ত রক্ষী আগামী ৪ জুলাই, শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন।

অভিযোগ, বুধবার রাতে প্রথমে কলেজের ইউনিয়ন রুমে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে তাঁকে ধর্ষণ করা হয় রক্ষীর ঘরে নিয়ে গিয়ে। রক্ষীকে সেই সময়ে বাইরে বসিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় গত বৃহস্পতিবার তিন জনকে গ্রেফতার করে পুলিশ। একজন প্রাক্তনী এবং অপর দুজন বর্তমান পড়ুয়া। গ্রেফতার করা হয়েছে রক্ষীকেও।

এই ধর্ষণের ঘটনার তদন্তের জন্য সিট গঠন করেছে কলকাতা পুলিশ। তাতে ন’জন সদস্য রয়েছেন। এই আবহে কলকাতা পুলিশ সমাজমাধ্যমে একটি পোস্টে জানিয়েছে, নির্যাতিতার পরিচয় ফাঁস করে দেওয়ার চেষ্টা চলছে। তবে কে বা কারা এ রকম করছেন, তা নিয়ে কিছু জানায়নি পুলিশ। এই কাজ করতে বারণও করেছে তারা।