৯ জুলাই ধর্মঘট: সরকারি দফতর খোলা রাখার নির্দেশ নবান্নের, কর্মীদের জন্য কড়া হুঁশিয়ারি
কলকাতা, ৭ই জুলাই, ২০২৫: ৯ জুলাই (বুধবার) কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটে বিভিন্ন শ্রমিক সংগঠন সামিল হলেও, সেদিন রাজ্য সরকারের সমস্ত দফতর স্বাভাবিক নিয়মে খোলা থাকবে। নবান্ন (Nabanna) থেকে জারি করা এক স্পষ্ট নির্দেশিকায় জানানো হয়েছে, ওই দিন সরকারি কর্মীদের জন্য কোনো ছুটি থাকবে না এবং তাঁদের বাধ্যতামূলকভাবে হাজিরা দিতে হবে।
অডিট ব্রাঞ্চ থেকে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, ৯ জুলাই কোনোভাবেই ক্যাজুয়াল লিভ বা অন্য কোনো ছুটি গ্রহণযোগ্য হবে না। যে কর্মীরা ওই দিন অনুপস্থিত থাকবেন, তাঁদের বেতন কাটা যাবে। এমনকি, এই অনুপস্থিতিকে 'ডাইস-নন' (dies non) হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ চাকরিজীবন থেকে একদিন বাদ যাবে।
তবে, বিজ্ঞপ্তিতে কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। যেসব কর্মী হাসপাতালে ভর্তি আছেন, পরিবারে মৃত্যুর ঘটনা ঘটেছে, ৮ জুলাইয়ের আগে থেকে গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে আছেন, অথবা ৮ জুলাইয়ের আগেই অনুমোদিত মাতৃত্বকালীন ছুটি, চাইল্ড কেয়ার লিভ, মেডিক্যাল বা আর্নড লিভে আছেন— কেবল তাঁদের ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৯ জুলাই যদি কোনো কর্মী অফিসে না আসেন, তবে তাঁকে শোকজ নোটিস পাঠানো হবে। সন্তোষজনক জবাব ও যথাযথ নথি না দিলে ছুটি মঞ্জুর করা হবে না। এমনকি, পরবর্তী সময়ে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। এই নির্দেশিকা কার্যকর করতে সমস্ত দফতরের আধিকারিকদের ৩১ জুলাইয়ের মধ্যে অর্থ দফতরে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।
নবান্নের তরফে অতিরিক্ত মুখ্যসচিবের সই করা নির্দেশিকায় স্পষ্টভাবে লেখা হয়েছে— "যে করেই হোক, ৯ জুলাই দফতর খুলতে হবে এবং সমস্ত কর্মীদের হাজিরা নিশ্চিত করতে হবে।"
প্রসঙ্গত, ৯ জুলাই দেশজুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলির ডাকে এই ধর্মঘটের ঘোষণা হয়েছে। তাঁদের মূল দাবি হলো, মোদী সরকারের চালু করা নতুন শ্রম কোড বাতিল করতে হবে। আন্দোলনকারী সংগঠনগুলির অভিযোগ, এই নতুন শ্রম কোডে ১২ ঘণ্টার কাজের ব্যবস্থা এবং সংগঠিত ক্ষেত্রের ৭৫ শতাংশ কর্মী শ্রম সুরক্ষার বাইরে চলে যাচ্ছেন। সেই দাবিতেই বুধবার সারাদিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে রাজ্য সরকার এই ধর্মঘটে সামিল হচ্ছে না এবং সরকারি দফতরে কর্মব্যবস্থা স্বাভাবিক থাকবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊