Latest News

6/recent/ticker-posts

Ad Code

All India Bandh on July 9th: 'আমাদের ঘাম, আমাদের শ্রমের মূল্য চাই'—শিলিগুড়িতে শ্রমিকদের বিশাল মিছিল

All India Bandh on July 9th: 'আমাদের ঘাম, আমাদের শ্রমের মূল্য চাই'—শিলিগুড়িতে শ্রমিকদের বিশাল মিছিল

All India Bandh on July 9th


নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি: ৯ই জুলাই, সারা ভারতজুড়ে শ্রমজীবী মানুষের পক্ষ থেকে ডাকা সর্বভারতীয় বনধে সরব হলো শিলিগুড়ির রাজপথ। “আমাদের ঘাম, আমাদের শ্রমের মূল্য চাই”—এই দাবিকে সামনে রেখেই শহরের বাঘাজতিন পার্ক থেকে শুরু হয় বিশাল বিক্ষোভ মিছিল।

বিভিন্ন সেক্টরের শ্রমিক ও কর্মচারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন। বাঘাজতিন পার্ক থেকে শুরু হয়ে মিছিল পৌঁছায় শহরের গুরুত্বপূর্ণ ভেনাস মোড়, সেখান থেকে COMC দফতরের দিকে এগিয়ে যান বিক্ষোভকারীরা।

মিছিলে অংশগ্রহণকারী শ্রমিকদের অভিযোগ, ৫২৫০ টাকা মাসিক মজুরি দিয়ে বর্তমান বাজারে জীবনধারণ অসম্ভব। তাঁদের কথায়, অতিরিক্ত শ্রমের বিনিময়ে নেই কোনো বাড়তি অর্থ, নেই স্বাস্থ্যসুরক্ষা বা সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা।


একজন বিক্ষোভকারী জানান: “কোটি কোটি টাকার কাজ আমাদের দিয়ে করানো হচ্ছে, অথচ সেই শ্রমের স্বীকৃতিটুকুও নেই। সরকার শুধু আমাদের ব্যবহার করছে, মর্যাদা দিচ্ছে না।”

বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারের শ্রমনীতি এবং ন্যূনতম মজুরি নির্ধারণে অব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, শ্রমজীবী মানুষকে অবজ্ঞা করে দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code