Latest News

6/recent/ticker-posts

Ad Code

শারদোৎসবের আনন্দে ভিড় নয়, অগ্রাধিকার নিরাপত্তায়, কবে কার্নিভাল?

শারদোৎসবের আনন্দে ভিড় নয়, অগ্রাধিকার নিরাপত্তায়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee


শারদোৎসব যতই ঘনিয়ে আসছে, ততই চড়ছে উৎসবের উন্মাদনা। দুর্গাপুজোকে কেন্দ্র করে প্যান্ডেল হপিং, আলোকসজ্জা, থিম ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি এবার রাজ্য সরকার নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা ও জেলার বিভিন্ন পুজো কমিটির সঙ্গে বৈঠকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “ভিড়ের প্রতিযোগিতা নয়, এবারের দুর্গাপুজোয় মানুষের নিরাপত্তা ও সুরক্ষাই হোক অগ্রাধিকার।” পুজো কমিটিগুলিকে সতর্ক করে তিনি জানান, প্রতিটি মণ্ডপে যেন যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকে। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর এবং পাবলিক অ্যাড্রেস সিস্টেম চালু রাখা বাধ্যতামূলক। বড় দমকল গাড়ি ঢুকতে অসুবিধা হলে মোবাইল ফায়ার ইউনিট প্রস্তুত রাখতে হবে বলেও জানান তিনি।

মহিলাদের নিরাপত্তা নিয়েও বিশেষভাবে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও সচেতনতার ওপর গুরুত্ব দেন তিনি, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

উল্লেখযোগ্য যে, ইউনেস্কো দুর্গাপুজোকে 'ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ' স্বীকৃতি দেওয়ার পর থেকে এই উৎসব আন্তর্জাতিক গুরুত্ব অর্জন করেছে। তারই প্রেক্ষিতে প্রশাসনিক প্রস্তুতির মাত্রাও বেড়েছে বহুগুণে।

এ বছর ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো, বিজয়া দশমী ২ অক্টোবর। প্রতিমা বিসর্জন হবে ২, ৩ ও ৪ অক্টোবর, এবং ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো কার্নিভাল রেড রোডে। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে, পাশাপাশি বিদেশি অতিথিরাও আমন্ত্রিত থাকবেন।

উৎসবের আনন্দ যাতে নিরাপদ ও সুশৃঙ্খল থাকে, সেদিকে নজর রাখতেই এবার রাজ্য সরকারের কড়া নজর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code