Latest News

6/recent/ticker-posts

Ad Code

তীব্র তাপপ্রবাহে শ্রেণীকক্ষে অসুস্থ ছাত্র, প্রাতঃকালীন বিদ্যালয়ের দাবি জোরালো দিনহাটায়

তীব্র তাপপ্রবাহে শ্রেণীকক্ষে অসুস্থ ছাত্র, প্রাতঃকালীন বিদ্যালয়ের দাবি জোরালো দিনহাটায়

Heatwave


উত্তরবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহের প্রভাবে জনজীবন বিপর্যস্ত। প্রচণ্ড গরম এবার ক্লাসরুমেও ফেলছে প্রভাব। দিনহাটা ৩ নম্বর চক্র সম্পদ কেন্দ্রের কিসামত দশগ্রাম এস সি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র শুভ্র সেন তীব্র গরমে শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়ে।


ঘটনাটি ঘটে শ্রেণিচলাকালীন সময়ে। হঠাৎই মাথা ঘোরে ও অস্বস্তি অনুভব করে ছাত্রটি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত চক্রবর্তী তাৎক্ষণিকভাবে ছাত্রটির চোখ-মুখে জল দেন এবং মাথায় জল ঢেলে প্রাথমিক চিকিৎসা করেন। এরপর ছাত্রটির অভিভাবককে খবর দেওয়া হলে, তারা এসে দ্রুত তাকে স্থানীয় এক গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যান।


এই ঘটনার পর বিদ্যালয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক স্তরের শিক্ষকরা জানিয়েছেন, এই গরমে শিশুদের শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে। তাঁরা চাইছেন, বিদ্যালয় বন্ধ না রেখে অন্তত প্রাতঃকালীন (সকালবেলা) বিভাগ চালু করা হোক, যাতে তুলনামূলক কম গরমে ক্লাস নেওয়া সম্ভব হয়।


অভিভাবকরাও এই দাবির সঙ্গে একমত। অনেকেই বলছেন, “বিদ্যালয় সম্পূর্ণ বন্ধ না করেও যদি প্রাতঃকালীন সময় চালু হয়, তাহলে শিশুদের স্বাস্থ্যও সুরক্ষিত থাকবে এবং পড়াশোনাও ব্যাহত হবে না।”


তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি স্তরে কোনও নির্দেশনা এখনও না এলেও, শিক্ষক ও অভিভাবকমহলের দাবি—শিশুদের সুরক্ষার স্বার্থে প্রশাসন যেন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code