Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC Big Breaking: নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে আদালতে মামলা!

SSC Big Breaking: নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে আদালতে মামলা!

Highcourt



গত ৩০শে মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা। বিজ্ঞপ্তি প্রকাশের নানা মহলে বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন ওঠে। মনে করা হচ্ছিল এই জল গড়াবে আদালতে। আর ঠিক তাই হল। বিজ্ঞপ্তির একাধিক বিধি নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী বলে হাইকোর্টে দাবি মামলাকারীর আইনজীবীর। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। 



দেশের শীর্ষ আদালতের নির্দেশে ২০১৬-র প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে। আর তারপরে আদালতের নির্দেশ মেনে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করলেও একাধিক বিধিতে বদল আনা হয়েছে। মামলাকারীর দাবি, নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। মামলাকারীর দাবি, প্রায় ৪৪ হাজার শূন্যপদে নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে, তা একেবারেই বৈধ নয়। আদালতে মামলাকারীর আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০১৬ সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে এবং ২০১৬ সালের ক্যান্ডিডেটদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে সেই নির্দেশ মানা হয়নি। বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে হয়নি বলে দাবি মামলাকারীর। এমনটাই খবর। 



পাশাপাশি শিক্ষক অভিজ্ঞতার জন্য নতুন করে ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে মামলা কারী। মামলাকারীর আইনজীবী আদালতে জানান, কোনও প্রার্থী যদি একাধিক পরীক্ষায় বসে থাকে, তা হলে প্রতি সিলেকশনে বয়সের ছাড় পাবেন। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে একবার মাত্র সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। শেষমেষ আদালত কি জানায় সেদিকেই থাকবে নজর। 



গত ৩০শে মে শিক্ষক নিয়োগ নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিতে একাধিক বদল আনা হয়েছিল। শিক্ষক অভিজ্ঞতায় ১০ নম্বর ও ডেমোতে ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি আগে প্যানেলের মেয়াদ ছিল ১ বছর, এবার আরও ৬ মাস বাড়তি সময়। ১০ বছর সংরক্ষিত থাকবে OMR-এর স্ক্যান কপি । ২ বছর সংরক্ষিত থাকবে OMR-এর হার্ড কপি । আগে ১ বছর সংরক্ষিত থাকত OMR শিট। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code