Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে,মনোনয়ন পত্র জমা দিল কালীগঞ্জের বিজেপি প্রার্থী

ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে,মনোনয়ন পত্র জমা দিল কালীগঞ্জের বিজেপি প্রার্থী

Nadia


নদিয়া:

ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে মনোনয়ন পত্র জমা দিলেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশীষ ঘোষ। গত শনিবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এরপর সোমবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঢাকঢোল বাজিয়ে দেবগ্রামের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা সহকারে ১২ নং জাতীয় সড়ক ধরে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। 

এদিন প্রার্থীর সঙ্গে দলীয় কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে শেষ দিনে নমিনেশন পত্র জমা দিল বিজেপি প্রার্থী আশীষ ঘোষ। 


সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী জানান, কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তারা এবার জয় লাভ করতে চান তার কারণ একটাই এই এলাকা জলুবাবু অর্থাৎ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সত্যব্রত মুখার্জির এলাকা। তাই এক দিকে যেমন হিন্দু তো ভোট অন্যদিকে সকল ধর্মের মানুষ তাদের আশীর্বাদ এবং দোয়া করবেন বলে জানান। সেই সাথে এবারে প্রথম কালীগঞ্জে বিজেপি খাতা খুলবে বলেও জানান বিজেপি প্রার্থী আশীষ ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code