সুদূর মুম্বাই থেকে জলপাইগুড়িতে আটকে দেওয়া হলো এটিএম লুঠ !


জলপাইগুড়ি, ২৭ জুন : এস বি আই য়ের মুম্বাই আই টি বিভাগ অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে জলপাইগুড়ি তে রানিনগরে তাদের কোন এ টি এম লুঠ হচ্ছে সেই খবর আগাম পেয়ে যাওয়ায় এ টি এম লুঠের ঘটনা রুখে দিল জলপাইগুড়ি পুলিশ।

এবার ব্যাংকের সহায়তায় জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ রুখে দিল এস বি আই য়ের রানীনগরের এক এ টি এম লুঠের ঘটনা। রানীনগর বি এস এফ ক্যাম্পের প্রধান গেটের সামনে রাস্টায়ত্ব ব্যাংকের এ টি এম লুঠ করার খবর সংশ্লিষ্ট ব্যাংকের মুম্বাই অফিস থেকে জলপাইগুড়ি জেলা পুলিশের কন্ট্রোল রুমে জানানো হয়।

সাথে সাথে কোতোয়ালি পুলিশের মোবাইল টীম ঘটনাস্থলে যায়।একজনকে আটক করেছে।এ টি এমে কিছু ক্ষতি করেছে দুষ্কৃতিরা।সংখ্যায় ২ জন ছিল দুষ্কৃতি। দুটি বাইক ও গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিশ।দুজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে।

চলতি মাসে ভীন রাজ্যের আন্ত রাজ্য এ টি এম লুঠ গ্যাং ময়নাগুড়িতে ২ টি এ টি এম গ্যাস কাটার দিয়ে কেটে ৫৪ লক্ষ টাকা লুঠ করেছিল।সেইসময় অভিযুক্ত ৫ জনের মধ্যে ৪ জন ভীন রাজ্যের দুষ্কৃতিকে পুলিশ গ্রেপ্তার করেছিল।কিছু টাকা, গাড়ি উদ্ধার হয়েছিল

এবার সঠিক সময়ে খবর পেয়ে পুলিশ রুখে দিল রানীনগরের এ টি এম লুঠের ঘটনা বলে অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় জানান।