স্মৃতি মন্ধনার ১১২ রানে নজিরবিহীন ইনিংস: ইংল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় ভারতের
ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যান্ড (India Women vs England Women 2025) সফরের সূচনা করল এক গৌরবোজ্জ্বল জয়ে, আর সেই সাফল্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন অধিনায়িকা স্মৃতি মন্ধনা। নটিংহ্যামে অনুষ্ঠিত প্রথম টি-২০ (Smriti Mandhana T20 century) আন্তর্জাতিক ম্যাচে স্মৃতি খেললেন ৬২ বলে ১১২ রানের এক অবিশ্বাস্য ইনিংস। তাঁর নেতৃত্বে ভারতীয় দল ইংল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
এই ইনিংসে মন্ধনা হাঁকালেন ১৫টি চার ও ৩টি ছয়, যা তাঁকে ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ফর্ম্যাটে শতরানকারী করে তোলে। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ১৪তম সেঞ্চুরি, এবং টি-২০ ফর্ম্যাটে প্রথম। এর ফলে তিনি ভারতের সর্বোচ্চ রানের অধিকারী মহিলা ক্রিকেটার (Smriti Mandhana records) হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করলেন।
ভারতের ইনিংস শেষ হয় ২১০ রানে—টি-২০ আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে দেশের তৃতীয় সর্বোচ্চ দলগত স্কোর। জবাবে ইংল্যান্ডের ইনিংস থামে মাত্র ৮৯ বলে ১১৩ রানে। অভিষেককারী শ্রী চারনি ১২ রানে ৪ উইকেট তুলে নিয়ে ব্যাটারদের বিপাকে ফেলেন।
এই জয়ের সঙ্গে ভারতীয় মহিলা দল শুধু ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ল না, বরং স্মৃতি মন্ধনার ব্যাটিং দক্ষতা ও কৌশল আরও একবার বিশ্বক্রিকেটে আলোচনার কেন্দ্রে চলে এল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊