১২ই জুন থেকে ১২দলের মহিলা ক্রিকেট বিশ্বকাপ, কোন কোন মাঠে হবে খেলা? 

Women's t20 world cup


মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী বছরের ১২ জুন। মোট ৩৩টি ম্যাচ বিশিষ্ট এই প্রতিযোগিতার আসর বসছে ইংল্যান্ডে। বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হল কোন কোন মাঠে খেলা হবে। ১২ দলের বিশ্বকাপের ফাইনাল হবে লর্ডসে। ৫ জুলাই হবে সেই ম্যাচ।

প্রথম এত বেশি দলকে নিয়ে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে। লর্ডস ছাড়া আরও ছ’টি মাঠে ম্যাচগুলি হবে। সেগুলি হল ওল্ড ট্র্যাফোর্ড, হেডিংলে, এজবাস্টন, ওভাল, হ্যাম্পশায়ার বোল এবং ব্রিস্টল। আনুষ্ঠানিক সূচি কিছু দিন পরে ঘোষণা করা হবে।

বিশ্বকাপে ১২টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। তার পর শুরু হবে নকআউট পর্ব। ইতিমধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউ জ়‌িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়-সহ আটটি দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। বাকি চারটি দল ঠিক হবে যোগ্যতা অর্জনকারী ম্যাচের মাধ্যমে।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, “ইংল্যান্ডের বিপুল বৈচিত্রের জন্য বরাবরই সব দল সমর্থন পেয়েছে। ২০১৭ সালে লর্ডসে হওয়া মহিলাদের বিশ্বকাপ ফাইনাল এখনও পর্যন্ত মহিলাদের ক্রিকেটের অন্যতম সেরা মুহূর্ত। তাই লর্ডস ছাড়া ফাইনালের জন্য অন্য কোনও মাঠের নাম ভাবাই যেত না।”