Latest News

6/recent/ticker-posts

Ad Code

Weather News Update: প্রবল বজ্রপাতের সতর্কতা উত্তরবঙ্গে

Weather News Update: প্রবল বজ্রপাতের সতর্কতা উত্তরবঙ্গে




গতকাল দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় উত্তরবঙ্গের একাধিক জেলায়। পূর্ব উত্তরপ্রদেশ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার পাশাপাশি উত্তরবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হবার কারণে ১২ থেকে ১৮ই মে ২০২৫ পর্যন্ত ৭ দিন সময়সীমার মধ্যে উত্তরবঙ্গে প্রবল বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বিক্ষিপ্ত থেকে বিস্তৃত ভাবে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে- "কোচবিহার, জলপাইগুড়ি- আগামী ১২ থেকে ১৪ মে বজ্র বিদ্যুৎ সহ ঝড় এর সম্ভাবনা আছে।"

৫০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু অঞ্চলে সর্বোচ্চ বাতাসের ঝাপটা ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায় বৃদ্ধি পেতে পারে। ঝড়বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের আশঙ্কা। আবহাওয়া বিভাগ জানিয়েছে -মাইক্রোব্লাস্ট ও মেসোস্কেল বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code