Latest News

6/recent/ticker-posts

Ad Code

DA মামলায় বড় আপডেট! বদলে এজলাস, শুনানি নিয়ে অনিশ্চয়তা!

DA মামলায় বড় আপডেট! বদলে এজলাস, শুনানি নিয়ে অনিশ্চয়তা!

DA case


রাজ্যের ডিএ মামলায় এজলাস বদল। নতুন বেঞ্চে গেল ডিএ মামলা। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ডিএ মামলাটি তালিকাভুক্ত হয়েছে। তবে শুনানি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ২০২২ সালের ২৮ নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথম বার সুপ্রিম কোর্টে উঠেছিল আর গত বছর ডিসেম্বরে ছিল শেষ শুনানি। এরপর আর ডিএ মামলায় শুনানি হয়নি। আড়াই বছর ধরে প্রায় ১৭ বার মামলাটির শুনানি পিছিয়েছে। রাজ্যের আইনজীবীর অনুরোধে কয়েকবার শুনানি পিছিয়ে গিয়েছে।

গত বুধবার সুপ্রিম কোর্টের ৫ নম্বর আদালত কক্ষে তালিকার প্রায় শীর্ষে ওই মামলার শুনানি ছিল। মামলাটি তালিকাভুক্ত ছিল বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। সে দিন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আবেদন করেন, অন্য এজলাসে মামলার কাজে ব্যস্ত রয়েছেন। তাই ডিএ মামলাটি অন্য কোনও দিন শুনানি করা হোক। আইনজীবীর আবেদনে সাড়া দিয়ে ১৪ই মে মামলার শুনানি ঠিক করা হয়েছে।

রাজ্য কর্মচারীরা দ্রুত মামলার শুনানি আশা করলেও নতুন তালিকা দেখে হতাশ তাঁরা। দ্বিতীয়বার মামলার শুনানির এজলাস বদল করা হয়েছে। মামলাটি ৫ নম্বর কোর্ট থেকে গিয়েছে ১৫ নম্বর কোর্টে। আগামী বুধবার বিচারপতি করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে তালিকায় ৪০ নম্বরে রয়েছে মামলাটি। নতুন বেঞ্চে ডিএ মামলা তালিকার প্রায় শেষে রয়েছে। ক্রমতালিকায় মেনে শুনানি হলে আবার পিছিয়ে যেতে পারে ডিএ মামলার শুনানি।

যদিও রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা আশা করছেন এজলাস বদল হলেও ওই দিনেই হবে শুনানি। এজলাস ৫ থেকে ১৫ তে মামলার শুনানি গেলেও বিচারপতি একি রয়েছেন। পূর্বের বেঞ্চে বিচারপতি করোল ছিলেন। নতুন বেঞ্চেও তিনি রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code