মাঝনদীতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করলেন দুই সাহসী যুবক
দুধিয়া বালাসন নদীতে আকস্মিক জলস্তর বৃদ্ধির কারণে মাঝনদীতে আটকে পড়েন একাধিক ভ্রমণপ্রেমী। এমএম তরাই এলাকার এই জনপ্রিয় স্থানটি আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত ও বাগডোগরা থানার অন্তর্গত।
প্রত্যক্ষদর্শীদের মতে, রবিবার দুপুরে নদীতে স্নান এবং পাড় পরিবর্তন করছিলেন বহু মানুষ। ঠিক সেই সময় পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টির ফলে নদীর জলস্তর ও স্রোতের গতি হঠাৎ বেড়ে যায়। এতে কিছু পর্যটক মাঝনদীতে আটকে পড়েন এবং আতঙ্কের সৃষ্টি হয়।
সেই সময় শিবমন্দিরের দুই যুবক—রাজা রায় ও কিরণ সিংহ—সাহসিকতার পরিচয় দিয়ে নিজেদের গাড়ি ও অন্যান্য উপায়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করেন। তাঁদের এই বীরত্বপূর্ণ পদক্ষেপে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। উপস্থিত লোকজন তাঁদের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, এমন পরিস্থিতি থেকে বাঁচতে পর্যটকদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে বর্ষাকাল বা পাহাড়ি বৃষ্টির সময় নদীতে নামার আগে স্রোতের গতিপ্রকৃতি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊